৭ মাস আগে গ্রেফতার হওয়া এখন আবার কিভাবে গ্রেফতার হচ্ছে?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১০ জুলাই, ২০১৭, ১১:৫২:১৭ সকাল



৭ মাস আগে গ্রেফতার হওয়া এখন আবার কিভাবে গ্রেফতার হচ্ছে?

ডিসেম্বর ৯, ২০১৬ এর ইত্তেফাকের খবরঃ

গুলশান হামলায় গ্রেনেড সরবরাহকারী জেএমবি’র সোহেল মাহফুজ আটক




লিঙ্কঃ

http://www.ittefaq.com.bd/print-edition/first-page/2016/12/09/161446.html

জুলাই ৮, ২০১৭ এর খবরঃ

হোলি আর্টিজান হামলায় গ্রেনেড সরবরাহকারী সোহেল মাহফুজ গ্রেফতার।


লিঙ্কঃ http://www.ittefaq.com.bd/wholecountry/2017/07/08/119640.html

ঐ বোমা সরবরাহকারী জঙ্গী কি ডিসেম্বরে গ্রেফতারের পর জামিনে মুক্ত হয়েছিলো ? খবর জানা গেল না ।



নব্য জেএমবির শীর্ষ নেতা সোহেল মাহফুজ নিয়ে পুলিশের এখন পর্যন্ত শেষ বক্তব্য -০৯ জুলাই,২০১৭

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পরিকল্পনাকারী নব্য জেএমবির শীর্ষ নেতা সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ ওরফে শাহাদতের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করলে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার চাঁপাইনবাবগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হলি আর্টিজানে হামলার পরিকল্পনাকারী ও গ্রেনেড সরবরাহকারী ছিলেন বলে পুলিশ দাবি করছে।

মাহফুজসহ চারজনকে গ্রেপ্তারের বিষয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ হোসেন শনিবার দুপুরে সাংবাদিকদের বলেন, জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির শীর্ষ নেতা মাহফুজের রাজশাহী অঞ্চলে প্রায় ৩০০ অনুসারী রয়েছে। তাদের ধরতে রাজশাহী অঞ্চলে পুলিশের সাড়াশী অভিযানের জালে পড়েন মাহফুজ। শনিবার ভোররাত তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের পুষকিনি এলাকার একটি আমবাগান থেকে তিন সহযোগীসহ মাহফুজকে গ্রেপ্তার করা হয়। গোপন মিটিং করে স্থান পরিবর্তনের সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে।

বিষয়: বিবিধ

১০১৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383529
১০ জুলাই ২০১৭ দুপুর ০২:০৮
হতভাগা লিখেছেন : কুমিরের এক ছানাকে বারংবার প্রদর্শন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File