ছাদ বাগানের চেষ্টা! ============

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২৮ জুন, ২০১৮, ১২:১৭:১৭ দুপুর

যায়গাটা সকালের দিকে ছায়া থাকে। এই পরিমাণ আরো একটি যায়গা আছে, যাতে বিকেলে ছায়া থাকে।



আমের র : বেচারা পিঁপড়ার কামড়ে শেষ!



কাঁঠাল আর আতা এক সাথে তাও ড্রামের এক পাশে! এভাবে হবে কি না বুঝতে পারছি না।



শিউলি ফুল গাছ। পাশের টবে একটি তেঁতুল গাছও!



জাম-আম-মেহেদী



পর্যাপ্ত খালী যায়গাও আছে। অনবিজ্ঞতার কারণে বুঝে উঠতে পারছি না কি করবো!



বিষয়: বিবিধ

৯৮৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385604
২৮ জুন ২০১৮ বিকাল ০৫:৪৫
আমি আল বদর বলছি লিখেছেন : কিছু উপদেশ দিতাম
কিন্ত
২৯ জুন ২০১৮ সকাল ০৭:৫২
317827
মোহাম্মদ লোকমান লিখেছেন : জ্বি, ভাই। কিছু প্রয়োজনীয় উপদেশ পেলে হয়ত উপকৃত হবো। অপেক্ষায় থাকলাম।
২৯ জুন ২০১৮ বিকাল ০৫:৫৫
317836
আমি আল বদর বলছি লিখেছেন : ভাইয়া আমি কি আর জ্ঞান দেবো ছোট মানুষ


385610
২৯ জুন ২০১৮ রাত ১২:২৬
আব্দুল গাফফার লিখেছেন : হতাশ হবার কিছু নেই ভাইয়া । আপনি উপজেলা কৃষি অফিসারের পরামর্শ নিতে পারেন এছাড়া আপনার গ্রামে বা পাশের গ্রামের কেউ যদি ছাদে বাগান করে থাকেন তাদের সহায়তা নিতে পারেন । নতুন অবস্থায় একটু মেহনত করতে হবে ।
২৯ জুন ২০১৮ সকাল ০৮:০১
317828
মোহাম্মদ লোকমান লিখেছেন : ধন্যবাদ ভাই।
385615
২৯ জুন ২০১৮ দুপুর ০২:৪৫
হতভাগা লিখেছেন : নিজের বাড়ি হলে এটা সম্ভব

(ছবি দেখতে দেখতে ঘাঢ় বেকা হয়ে যাচ্ছে)
৩০ জুন ২০১৮ সকাল ১০:৩৮
317839
মোহাম্মদ লোকমান লিখেছেন : জলেজ্যন্ত ছবিগুলো দুর্ঘটনায় পতিত হলো কেন বুঝলাম না। যাগগে এ সুযোগে ঘাড়ের ব্যায়ামটা হয়ে যাচ্ছে!! :P

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File