হে প্রিয় সাঈদী

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ১৫ মে, ২০১৭, ০২:০৮:৪৫ দুপুর

হে প্রিয় মুজাহিদ, প্রিয় বিপ্লবি বীর,

বাতিলের কাছে তব হয়নি নতশির।

লক্ষ প্রাণে জ্বালিয়েছো তুমি মহান দ্বীনের আলো,

কি করে তোমায় জেলে রেখে শান্তি পাই বলো?

দেহে থাকিতে রক্ত বিন্দু, ঈমান দীপ্ত প্রাণ,

করতে থাকব রবের তরে তব মুক্তির আহ্বান।

তুমিই ছিলে একা সাঈদী বাংলার জমিনে,

লক্ষ লক্ষ সাঈদী এখন শেষ হবে না গুণে।

তোমার প্রেরণায় উজ্জীবিত সব দ্বীনের মুজাহিদ,

জাগ্রত তারা, দ্বীন পাহারায় আঁখিতে নেই নিদ।

বিষয়: বিবিধ

৯৮৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382981
১৫ মে ২০১৭ দুপুর ০৩:৪৮
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার লিখেছেন জনাব।
বাতিলের কাছে তব হয়নি নত শির।

নতশিরে ফাঁক থাকা দরকার।
১৬ মে ২০১৭ রাত ০৯:৪৬
316367
মোহাম্মদ লোকমান লিখেছেন : ধন্যবাদ ভাই। আমিও প্রথমে তাই মনে করে ফাঁক রেখেছিলাম। পরে ডিকশনারী দেখে ঠিক করেছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File