বাংলাদেশে অবিরাম আঘাত হানছে ঘূর্নিঝড় হাসিনা!

লিখেছেন লিখেছেন খান জুলহাস ৩০ অক্টোবর, ২০১৪, ১২:৪৮:২৯ দুপুর

শিরোনাম দেখে আশ্চর্য, বিচলিত কিংবা বিরক্ত যে কোন একটা হতেই পারেন। এটা পাঠকের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু শিরোনামটাই সত্য। ২০০৯ সালের ৬ জানুয়ারী থেকে বাংলাদেশের উপর দিয়ে ঘূর্নিঝড় হাসিনা অবিরাম বয়ে যাচ্ছে।

ঘূর্নিঝড় সাধারণত উপকূলে আঘাত করে থাকে। মানুষের বাড়ি ঘর সম্পদ ধ্বংস করে ঘূর্নিঝড় গুলো। তবে সাধারনত ঘূর্নিঝড় এক সাথে সমগ্র দেশকে আঘাত করেনা। কিন্তু ঘূর্নিঝড় হাসিনা এতোই ভয়ংকর যে সেই ২০০৯ সালে থেকে আজ পর্যন্ত একের পর এক আঘাত করছে। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ভারতের কংগ্রেসের সাহায্যে বাংলাদেশের বিরুদ্ধে ‘র’ এর ষড়যন্ত্র বাস্তবায়ন করতেে উঠে পরে লেগেছে ঘূর্নিঝড় হাসিনা ও তার সাঙ্গ পাঙ্গরা। শুধু অর্থ আর ক্ষমতার লোভে মানুষের বাড়িঘর, সম্পদ এবং জীবন সবই কেড়ে নিচ্ছে এই ভয়ংকরী ঘূর্নিঝড় হাসিনা।

এই ঘূর্নিঝড়টি প্রাকৃতিক না। রাজনৈতিক। প্রাকৃতিক ঘূর্নিঝড়ের ক্ষয়ক্ষতি পুসিয়ে উঠা সম্ভব কিন্তু রাজনৈতিক ঘূর্নিঝড়ের ক্ষয়ক্ষতি পুসিয়ে উঠা একেবারে কষ্টসাদ্য ব্যাপার। মিরজাফর নামে ঘূর্নিঝড়ের কবলে পরে আমরা একবার ২১৪ বছর পরাধীনতার শৃখলে আবদ্ধ ছিলাম।

আবারো ঠিকই একেবারে সেই ঘূর্নিঝড়ের কবলেই পরেছি আমরা। বাংলাদেশ এখন ইন্ডিয়ার অঙ্গরাজ্যে পরিনত হয়েছে। ইন্ডিয়াকে সব উজাড় করে দিচ্ছে ঘূর্নিঝড় হাসিনা। শুধু ক্ষমতায় থাকার আশায়।

কিন্ত বাঙ্গালীরা সাহসী জাতি। এই ঘূর্নিঝড় হাসিনাকে সমূলে উৎপাটন করে হাসিনাকে ভারতে পাঠিয়ে দেবে।---ইনশাল্লাহ

বিষয়: রাজনীতি

১১২৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279625
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০১:২১
লজিকাল ভাইছা লিখেছেন : ভালো লাগলো
279635
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৩
কাহাফ লিখেছেন :
অসাধারণ বস্তবিক উপলব্ধি কে অস্বীকার করি কি করে!! তাই মনে হচ্ছে আজ!
অনেক ধন্যবাদ বিবেক নাড়িয়ে দেয়া সুন্দর পোস্টের জন্য! Time Out Time Out Time Out
279689
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : শিরোনামটা আপত্তিকর ঠেকলো Loser
279696
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৩
আফরা লিখেছেন : আপনাকে ধন্যবাদ আপনার হেডিং খুব সুন্দর হয়েছে
ঘূর্নিঝড় হাসিনা
279764
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫১
খান জুলহাস লিখেছেন : মতামত দেয়ার জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File