তুমি কালো, তুমি পচা।

লিখেছেন লিখেছেন ইঁচড়ে পাকা ১৯ এপ্রিল, ২০১৬, ০২:২৩:০০ রাত

প্রতিবার বাড়িতে গেলেই আমার একটা বড় কাজ থাকে আত্নীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করা। এবার বাড়িতে গিয়েই শুরুতে গেলাম আপার বাসায়। আপার আমাকে দেখেই প্রথম উক্তি, ‘দিনকে দিন কালো হয়ে যাচ্ছিস... Sad



আপার ছোট্ট মেয়েকে আদর করে ডাক দিলাম। উত্তরে যেটা শুনলাম, সেটা কস্মিনকালেও আশা করিনি - অন্তত এই তিন বছর বয়সের পিচ্চির কাছে।

- তোমার কাছে আসব না। তুমি পচা।

- কেন? আমি কী করেছি, মামা?

- তুমি কালো।

- (বিস্ময়ের সাথে) কালোরা পচা হয়?

- হ্যাঁ, মুনা আপু (ওর বড় বোন) ও কালো। আমি মুনা আপুকে পছন্দ করি না।

- তোমার চুলতোও কালো। সেটা কি পচা?

- চুল যে কালোই ভালো সেটা ঠিক বোঝে। (পাশ থেকে তাহেরা আপার উত্তর)

- এই আচরন কোথা থেকে পেয়েছে, আপা?

- জানিনা রে ভাই।

- আপনার কাছ থেকে।

- বাসায় ঢুকতেই আপনি আমাকে দিন দিন কাল হয়ে যাচ্ছি বলে কালো প্রতি যে বিরূপ ভাব প্রকাশ করেছেন, মেয়েও সেখান থেকেই পেয়েছে। কিন্তু আপনি তা মোটেও বুঝতে পারেননি।

আমাদের দৈনন্দিন জীবনে আমরা ছোটদের সামনে যত ছোট কাজ করি বা ক্ষুদ্র কথাই বলি না কেন, ছোটরা তাদের অবচেতন মন থেকে তা শিখে নেয়।

সুতরাং, সাবধান।

বিষয়: বিবিধ

১৩৮২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366231
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ১২:১১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আহারে মানুষগুলো যদি চেহারা বাদ দিয়ে মনটাকে ঘষে মেজে একটু ফর্সা করার চেষ্টা করত তবে হয়ত গোটা সমাজটাই সুন্দর হয়ে যেত। তুমি খাটো, তুমি কালো, তুমি দেখতে ভালনা এসব বিষবাষ্প আর কতদিন যে গড়াবে!!
366271
১৯ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৫৫
হতভাগা লিখেছেন : এই ভাগ্নিই দিন কয়েক পরে ফর্সা হতে Fair & Lovely ব্যবহার করা শুরু করে দেবে
366272
১৯ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাদের দেশে মেয়েদের মত বর্ণবাদি বোধহয় দক্ষিন আফ্রিকান শ্বেতাঙ্গরাও ছিলনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File