গিনেস বুক ওয়ার্ডের ইতিহাস ৷৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৯ মার্চ, ২০১৪, ১১:০৭:৩৮ সকাল



যেই গিনেস বুক রেকর্ড নিয়ে এত মাতামাতি আসুন দেখি সেই গিনেসের ইতিহাস কি ৷৷ গিনেস এক প্রকার মদের নাম !! পশ্চিমা দেশগুলাতে এই মদের খুব কদর ছিল, গিনেস মদের মালিক ছিলেন একজন শিকার সৌখিন মানুষ, সে খুব বেসি পাখি শিকার করত ৷৷ একবার পাখি শিকার করতে গিয়ে তার মন চাইল কোন পাখি সবচেয়ে বেসি দ্রুত গতির সেটা আবিষ্কার করতে ৷৷ তখন সেই মদ ব্যবসায়ী দ্রুত গতির পাখি কোনটি তা আবিষ্কার করেন, এবং এটাকে স্থায়ী ভাবে রাখার জন্য এই সংগ্রহের একটা নাম দেন ৷৷ এবং নামটা দেয়া হয় গিনেস নামক মদের নাম অনুযায়ী ৷৷

কালের পরিক্রমায় গিনেসের সংগ্রহিত রেকর্ড এখন বিশ্ব ব্যাপী সমাদৃত, তবে এখনো তাদের সেই মদের ব্যবসা টিকে আছে !! এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সাথে সাথে গিনেস মদেরও কদর বেড়েছে ৷৷ এই হলো গিনেস বুকের রেকর্ড এর ইতিহাস !!

আর এই গিনেসে নাম লেখানোর জন্যই ৯০ কোটি টাকা খরচ করা হয়েছে ৷৷ তবে এখনো রেকর্ডে নাম লেখানো হয়নি, গিনেস কর্তিপক্ষ যদি মনে করে যথাযথ নিয়ম কানুন মেনে এই অনুষ্ঠান করা হয়েছে তাহলেই কেবল বাংলাদেশ গিনেসে নাম লেখাতে পারবে, এর জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে ৷৷ তাই অযথা ফালাফালি করার কোনো প্রয়োজনই নাই ৷৷

বিষয়: বিবিধ

২০৪৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199612
২৯ মার্চ ২০১৪ দুপুর ১২:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
199620
২৯ মার্চ ২০১৪ দুপুর ১২:১০
আহমদ মুসা লিখেছেন : খুব ভাল একটি অজানা কাহিনী শুনালেন। গিনেজ বুকে বাংলাদেশের নাম উঠানোটাই কেমন যেন লজ্জা লজ্জা লাগছে।
199642
২৯ মার্চ ২০১৪ দুপুর ১২:৫০
প্রবাসী মজুমদার লিখেছেন : বাংগালী জাতির নিজস্ব কোন চেতনা নেই। সস্তা দামে নাম কুড়ানোর হিড়িক। আভিজাত্যহীন পরিবারের অযোগ্য লোকগুলো ক্ষমতায় গেলে এমনটি হয়।
ধন্যবাদ।
199647
২৯ মার্চ ২০১৪ দুপুর ০১:০২
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
গিনেস বুকে নাম উঠুক আর নাই উঠুক পকেটত ভরছে।
199696
২৯ মার্চ ২০১৪ দুপুর ০২:১৪
egypt12 লিখেছেন : এসবের ফলাফল কি??? জাতিকে হুজুগ বলে পরিচয় করানো???
199706
২৯ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৯
নেহায়েৎ লিখেছেন : দারুণ একটা বিষয় জানা হলো। আমরা না জেনে না বুঝে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাই কেন তাহেল???

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File