বাদী পক্ষ সাক্ষী দিয়েছে সাইদী সাহেব কোনো অপরাধ করেননি, বিচারক রায় দিয়েছে সাইদী সাহেব নির্দোষ ৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৫ মার্চ, ২০১৪, ১০:৫৭:১৬ সকাল





মাওলানা দেলোয়ার হোসেন সাইদী সাহেবের ছেলে মাসুদ সাইদীর নির্বাচনে জয়ী হওয়াটা কোনো সাধারন জয় নয় ! আমি এটাকে জয় বলতেও নারাজ ! আমি বলব মাসুদের পক্ষের একেকটা ভোট হলো একেক জন বিচারপতির রায়, হাজার হাজার বিচারক রায় দিয়েছে যে সাইদী সাহেব নির্দোষ, ওনাকে অন্যায় ভাবে আটক রেখেছে হাসিনা সরকার ৷

কেন আমি এমনটা মনে করছি তাও আপনাদের বলছি ৷ সাইদী সাহেবকে অভিযুক্ত করা হয়েছে ফিরোজপুর থেকে, অভিযোগে বলা হয়েছে সাইদী সাহেব মুক্তিযুদ্ধের সময় ফিরোজপুর গনহত্যা, ধর্ষন এবং অগ্নিসংযোগ চালিয়েছে ৷ সে অনুযায়ী ফিরোজপুরবাসীর কাছে সাইদী সাহেব হলেন সব চেয়ে ঘৃণিত মানুষ, কারন সাইদী সাহেব তাদের পূর্ব পুরুষদের হত্যা করেছে, তাদের মা-চাচি-ফুফুদের ধর্ষন করেছে, তাদের সহায়-সম্পত্তি জালিয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি ৷

এইসব কারনে ফিরোজ্পুরের মানুষ সাইদী সাহেব এবং তার পরিবারকে কঠিন ভাবে বয়কট করার কথা, এবং কি সাইদীর ছেলে সেখানে নির্বাচন করার জন্য দাড়ালে তাকে এলাকা ছাড়া করার কথা ৷

কিন্তু হয়েছে তার সম্পুর্ন বিপরীত ! মাসুদ সাইদী বিপুল ভোট বিজয় অর্জন করেছে ফিরোজ্পুরে ! পিরোজপুরের মানুষ তাকে অন্তর দিয়ে গ্রহন করেছে, হিন্দুরা মাসুদের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছে ৷ আর ভোটের দিন সাইদী সাহেবের ছেলেকে বিপুল ভোট নির্বাচিত করেছে ৷

আমি বলব এগুলা ভোট নয় ! আমি তো বলি মাসুদের পক্ষে যে ভোট গুলা পরেছে তা একেকজন বিচারকের রায়, একেকজন বাদীর সাক্ষী ! ফিরোজপুরবাসী বেলটের মাধ্যমে বলে দিয়েছে সাইদী সাহেব আমাদের পূর্ব পুরুষদের হত্যা করেননি, তিনি আমাদের মা-বোনদের ধর্ষন করেননি, তিনি আমাদের সহায়-সম্পত্তি ধংস করেননি, মোদ্ধা কথা তিনি মুক্তিযুদ্ধের সময় কোনো অপরাধ করেননি ৷

এইজন্য আমি মাসুদের এই বিজয়কে এক ঐতিহাসিক বিজয় মনে করছি, এই বিজয় শুধু সাইদী সাহেব এবং ওনার পরিবার বা জামাতের বিজয় নয় ! এই বিজয় বাংলাদেশের ডানপন্থী মুসলিম সমাজের বিজয়, কেন আমি এমনটা বলছি তারও একটা ব্যক্ষা আছে, লেখাটা বড় হয়ে যাবে বলে এখানে দিচ্ছিনা ৷ আল্লাহ আমাদের সহায় হবেন ৷

বিষয়: বিবিধ

২৫৮২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197509
২৫ মার্চ ২০১৪ সকাল ১১:১৩
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ধন্যবাদ
197513
২৫ মার্চ ২০১৪ সকাল ১১:২২
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ভালো লাগলো
197594
২৫ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৩
আনিসুর রহমান লিখেছেন : Thanks for your post. I think this verdict from people are not only proof thatমাওলানা দেলোয়ার হোসেন সাইদী(রহম)are innocent but also told us ICT are not fair enough. ICT only executive what the fascist regime want to see.
197655
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৮
আবু জারীর লিখেছেন : মাসুদ সাঈদীর ব্যাপক ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া প্রমাণ করে যে তার বাবা দেলোয়ার হোসেন সাঈদী রাজাকার নন।

মাসুদ সাঈদীর ব্যাপক ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া প্রমাণ করে যে তার দল জামায়াতে ইসলামী জঙ্গিবাদী নয়।

মাসুদ সাঈদীর ব্যাপক ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া প্রমাণ করে যে তিনি, তার বাবা এবং তার দল সন্ত্রাসী নয়।

মাসুদ সাঈদীর ব্যাপক ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া প্রমাণ করে যে তিনি, তার বাবা এবং তার দল নারী বিদ্বেষী নয়।


মাসুদ সাঈদীর ব্যাপক ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া প্রমাণ করে যে তিনি, তার বাবা এবং তার দল সাম্প্রদায়ীক নয়।


মাসুদ সাঈদীর ব্যাপক ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া প্রমাণ করে যে তিনি, তার বাবা এবং তার দল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান, তথা ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকলের কাছে সমান প্রিয়।


মাসুদ সাঈদীর ব্যাপক ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া প্রমাণ করে যে তার বাবা দেলোয়ার হোসেন সাঈদী এবং তার দল জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সরকারের সকল অপপ্রচার এবং সড়যন্ত্র জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।

জয়বাংলা জামায়াত সামলা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File