খান্নাস

লিখেছেন লিখেছেন egypt12 ২৭ জানুয়ারি, ২০১৭, ০৫:৩৯:৫৮ বিকাল



মানুষ, মানবতা ও সততা

হারিয়ে গেছে পৃথিবী হতে,

পুরো পৃথিবী এখন অমানুষ,

অমানবিক ও অসৎদের হাতে।

.

চিরকালই দেখলাম নষ্টদের প্রভু

অর্থ, বিত্ত ও ক্ষমতা,

এই হায়েনারা হারিয়ে ফেললো

সকল মানবিক গুণ! নেচে খেমটা।

.

এরা বিশ্বটাকে বানিয়ে নিয়েছে

নষ্টের আখড়া; কালো মন্ত্রে,

তাই এরা আর মনুষ্য শ্রেণীতে নেই,

হয়েছে জন্তু; সভ্য তন্ত্রে!

.

এরাই বসায় জুয়া ও নগ্ন নৃত্যের আসর;

লোকালয়ের প্রান্তে,

এরা ভুলে- সকল ঐশী বাণী,

শক্তি খোঁজে শয়তানের স্তনবৃন্তে।

.

তাই পরক্ষণে হয়ে পড়ে খান্নাস

শয়তানী নহর পিয়ে পিয়ে,

এদের অন্তরেই পড়েছে মোহর

তাই লাভ নেই শত নসিহা দিয়ে।

২৬/০১/১৭

বিষয়: সাহিত্য

১৩৮৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381526
২৭ জানুয়ারি ২০১৭ রাত ০৮:৫৬
২৮ জানুয়ারি ২০১৭ সকাল ১০:০৬
315501
egypt12 লিখেছেন : কিতা কইবার চান?
381532
২৮ জানুয়ারি ২০১৭ সকাল ০৭:১৫
হতভাগা লিখেছেন :
শয়তানের স্তনবৃন্তে


শয়তান কি নারী শ্রেনীর ?
২৮ জানুয়ারি ২০১৭ সকাল ১০:০৭
315502
egypt12 লিখেছেন : এটা শক্তির উৎস হিসেবে বোঝানো হয়েছে।
২৮ জানুয়ারি ২০১৭ দুপুর ০২:৫১
315504
হতভাগা লিখেছেন : স্তনবৃন্ত তো নারীদের থাকে । তাহলে নারীরাই কি শয়তানের শক্তির উৎস?
২৮ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:৩৬
315509
egypt12 লিখেছেন : ভাইয়ের মনে হয় নারীদের প্রতি আক্রোশ আছে? খালি নারীদের সাথে শয়তান জড়াতে চান!? Tongue Tongue
৩০ জানুয়ারি ২০১৭ সকাল ০৮:৪৮
315520
হতভাগা লিখেছেন : কোন পরিবার বা সমাজকে ধ্বংস করতে গেলে শুরুতেই সে সমাজের নারীদেরকে ইগনাইট করা হয় । কারণ তাদেরকে ইগনাইট করা সহজ ।

দাম্পত্য ও পারিবারিক শান্তি বিনষ্টকারী ভারতীয় সিরিয়ালগুলো কিন্তু নারীদেরকেই টার্গেট করে বানানো হয়।

এসব কূটনামী তো শয়তানেরই উসকানি।

বিভিন্ন কালচারাল প্রোগ্রাম বা প্রতিযোগিতাগুলোতে নারীদেরকে স্বল্প বসনা হয়ে অংশ নিতে দেখা যায় । এতে সে হারলেও কাঁদে , জিতলেও কাঁদে ।

এসবের চেইন রিয়েকশন সমাজে কোন সুফল বয়ে আনে না ।

শয়তান তার কাজকে এগিয়ে নিতে সহজ পন্থাটি কেন ছাড়বে?
381543
২৮ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:৩৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লাগল কবি সাহেব।
২৮ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:৩৬
315510
egypt12 লিখেছেন : ধন্যবাদ সম্পাদক সাহেব। Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File