জিহাদের যে বড্ড প্রয়োজন

লিখেছেন লিখেছেন বিনতে আইয়্যুব ০৪ সেপ্টেম্বর, ২০১৭, ০৩:১৪:০৩ দুপুর

তোমরা জান?? আমাদের দেশের মানুষ কিসের জন্য যুদ্ধ করেছিল??

""ভাষা"" মাতৃভাষার জন্য। আচ্ছা বলত মাতৃভাষা কি কারো উপকার করেছে আদৌ??

আমাদের রাষ্ট্র প্রধানেরা ভাষা রক্ষার্থে যার যা আছে লাঠি, বৈঠা, কোদাল ইত্যাদি নিয়ে যুদ্ধে নামার জন্যে আদেশ দিয়ে দিয়েছিল। তামাম ছাত্র, জনতা, শিক্ষক যুদ্ধ করতে বেরিয়ে গেল আর হারাল সাজানো বাড়ি-ঘর, মা-বাবা, স্ত্রী, পুত্র-কন্যা, নারী হারাল তাদের যত্নে রাখা ইজ্জত। কিসের বিনিময়ে??? শুধুৃমাত্র ভাষার জন্যে যা না করতে পারে উপকার না অপকার।

আর না দিতে পারে জান্নাত।

সরকার দিয়েছে তাদের বংশধরদের এক্সট্রা সম্মান। যেখানেই তাদের বংশধর পাওয়া যায় ৮০% গেরান্টি হয়ে যায় চাকরি, বেড়ে যায় বেতন।

আর যে সব মোল্লা-মৌলভীরা তখন তাদের সঙ্গ দেয় নি তারা হয়ে গেল রাজাকার। এত বছর পরও রাজাকারদের বিচার করছে ফাশির দরীতে ঝুলিয়ে, কাউকে জাবৎজীবন কারাদণ্ড দিয়ে জীবনকে করে দিয়েছে দুর্বিসহ।

এসব করে পায়দা কি?? এতটুকুই যে তোমরা দুনিয়া কিনে নিতে চাও!!!

আচ্ছা কোরআনের কোথাও কি বলা আছে মাতৃভাষার জন্য যুদ্ধ কর জান্নাত চলে যাবে!!!!!????

কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এতগুলো জিহাদ করলেন তাহলে কিসের জন্যে?

মাতৃভাষার জন্যে??

অবশ্যই সে জিহাদ ছিল দ্বীন ইসলাম এর জন্যে কাফিরদের বিরুদ্ধে।

কিন্তু আমাদের পাশবর্তি দেশের মানুষগুলো শুধুমাত্র মুসলিম হওয়ার দরুন

*তাদের উপর কিভাবে কাফেরেরা নির্জাতন করছে চোখে কি পড়ে নি আদৌ?

* কিভাবে নির্মমভাবে তাদের হত্যা করছে তোমরা কি দেখতে পাও নি আদৌ

*কিভাবে সন্তানহারা হচ্ছে, মা-বাপ হারিয়ে এতিম হচ্ছে, আদরের স্ত্রীকে হারিয়ে সঙ্গীহীন হচ্ছে, স্বামীকে হারিয়া বিধবা হচ্ছে সত্যিই কি তোমাদের শরীরে শিহরন লাগে নি একটুও?

*নারী কিভাবে ইজ্জত আব্রু হারাচ্ছে লাগে নি কি এখনও একটুখানি লজ্জা?

*কিভাবে নদীর এপারওপার হতে ভেসে আসছে লাশের উপর লাশ।

আহ! তাদের দোষ একটিই যে তারা মুসলিম।

হে রাষ্ট্র প্রধানেরা!!তোমাদের কি হল!!

আজ ইসলামকে বাঁচাতে জিহাদ করতে ইচ্ছে হচ্ছে না??

লাঠি, বৌঠা, কোদাল যার যা আছে তা নিয়ে জিহাদে নেমে যেতে আহ্বান করতে ইচ্ছে করছে না?

ওহ! সরি সরি!! জিহাদ তো দূরে থাক তাদের আমাদের কাছে আশ্রয়টুকুও তো দিতে বারন করলে

সেনাবাহীনীদের উল্টো বললে তাদের ফিরিয়ে দিতে।

তাদের ভীতীকর মূহূর্তে তোমরা তাদের মাথা গুজিয়ে লুকাতেও দিলে না।

বরং হাত মিলালে নিষ্ঠুর কাফের সরকারদের সাথে।

আমাদের দেশে মোল্লা-মৌলভীর জায়গা নি দেলেও ঠিক জায়গা হয় শাহরুখ খান, সালমান খান, সানি লিওনদের।

মুসলিমদের বাঁচিয়ে ইসলাম রক্ষা করতে তোমাদের হৃদয় কি ব্যাকুল হয় না হে রাষ্ট্রপ্রধানেরা???

রাজাকারের পরিচয় তাহলে কারা দিচ্ছে???

এসব করে তোমাদের পায়দা কি???

বল পায়দা কি???

দুনিয়ার মান-সম্মান, ধন-দৌলত, আভিজাত্য অর্জন তাই না??

মাঝে মাঝে কষ্ট হয় তোমাদের কর্মকান্ড দেখলে। জান তোমরা??

কিন্তু আবার সুখ পাই যখন ভাবি সেইদিনের কথা যেদিন এই মজলুম মুসলিমরা উচ্চ মর্যাদাপ্রাপ্তদের সাথী হবেন। সেদিন তারা হাসবে, আনন্দ করবে, উল্লাস করবে, জান্নাতের ফল-পাকরা খাবে, ঝড়নায় গোসল করবে।

হে সত্যিই বড্ড ভাল লাগে যখন এসব মনে পড়ে যা আল্লাহ তাদের জন্য রেখেছেন ইনশাআল্লাহ্।

সেদিন তোমরা যেন তাদের দেখে আপসোস না কর হে রাষ্ট্রপ্রধানেরা ও তার সৌন্যরা।।।।।

বিষয়: বিবিধ

৭৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File