জিব্রানের কবিতা- শিশু

লিখেছেন লিখেছেন দীপ জ্বেলে যাই ২৮ এপ্রিল, ২০১৫, ০৫:৩৮:৪১ বিকাল

তোমাদের সন্তানেরা নয় তোমাদের সন্তান।

জীবনের পু্ত্র-কন্যাগন,

জীবনের পূর্নতার জন্যই তাদের আগমন।

যদিও তারা এসেছে তোমাদের মধ্যদিয়ে,

তবুও ভেবনা তারা তোমাদের থেকে জাত।

আর যদিও তোমাদের সাথে তারা করে বসবাস,

তারপরও নেই তারা তোমাদের অধিকারে।

তুমি তাদেরকে তোমার ভালোবাসা দিতে পার ঠিকই, কিন্তু

কখনোই দিতে যেওনা তোমাদের ভাবনা,

তাদেরও তো আছে নিজস্ব ভাবনার জগত।

তুমি চাইলে ধারন করতে পার তাদের শরীর, কিন্তু নয় তাদের আত্মা,

তাদের আত্মার বসবাস আগামীর ঘরে,

তুমি তো দেখনি সেই ঘর!

চাইলে তাদের মতো হতে চেষ্টা করতে পারো তুমি,

কিন্তু কখনোই তাদেরকে বলো না তোমাদের মতো হতে।

জীবন তো কখনই পশ্চাত মূখী নয়।

ভেবে নাও তুমি একটা ধনুক যেন, যা থেকে জীবনের পথে

ছুটে যায় তারা তীরের মতন।

যিনি তীরন্দাজ তিনিই চেনেন আগামীর পানে অসীমের পথ।

তাঁর শক্তি দিয়ে তিনি বাঁকান ধনুক,

যেন, তীর তাঁর দ্রুততার সাথে দূরবর্তী লক্ষ্যে পৌঁছে যায়।

তীরন্দাজের হাতে তোমার সে ক্লেশ, আনন্দের সাথে নিও।

ছুটে যাওয়া তীর যেমনটি তাঁর প্রিয়, তেমনি প্রিয় তাঁর হাতে ধরা ধনুক।

লেখক- কাহলিল জিব্রান।

বিষয়: বিবিধ

১১৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File