মরুর বুকে বাংলার চাষী ইউনূছ

লিখেছেন লিখেছেন শাহীন কবির ০৫ মে, ২০১৫, ০৪:১৪:৫৮ রাত





বয়সটা আনুমানিক পঞ্চাশ। অতি পরিশ্রমি। মরুর দেশে আগমন ঘটেছে পঁচিশ বছর আগে।প্রথমে অনেক রকমের খাটুনি খেটেছেন। তেমন লাভ করতে পারেননি। অনেক চিন্তা-ভাবনা করে নিলেন সবজি চাষের সিদ্ধান্ত।কাজটা অনেক কষ্টেরই বটে। তাতে কি। লাভটাই তো আসল। লাভের আশায় শুরু করলেন সবজি চাষ।চাষ করেন বছরে মাত্র ছয় মাস। বাকী ছয় মাস থাকতে হয় বেকার। প্রথম প্রথম তা খারাপই লাগতো। সময় যখন কয়েক বছর গড়িয়ে গেলো। সংসারেও আসলো সচ্ছলতা। ঘর ছেড়ে অভাব পালালো। সিদ্ধান্তে আসলো পরিবর্তন। এখন বছরে ছয় মাস দেশেই কাটান চাষী ইউনূছ। ইউনূছের সবজি ভূবনে কাজ করেন আরো দু জন। তাদেরকে ছয় মাস কাজ না দিয়েই বেতন দেন তিনি। এতে ইউনূছের কোন দুঃখ্ নেই। ছয় মাসের জোরগারই তার জন্যে যথেষ্ট। ইউনূছের সবজি খেতে আছে নানান করমের সবজি। আছে করলা, বেগুন, কাচা করিচ, লাউ, মিষ্টি কোমড়া ইত্যাদি।বাংলাদেশের একেবারে পাড়া গাঁয়ের একজন সাধারন মানূষ সূযোগ আর সহায়তা ফেলে কি পরিমান উন্নতি করতে পারে তার উজ্জল উদাহরণ চাষী ইউনূছ। তাঁর এক মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ছে। তার মতে এটাই তার শত কষ্ট ও বেদনার সবচেয়ে বড় সান্তনা।

বিষয়: বিবিধ

১৫৬১ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318215
০৫ মে ২০১৫ সকাল ০৮:২০
দ্য স্লেভ লিখেছেন : ভালো লাগল, অনেক ধন্যবাদ
১০ মে ২০১৫ রাত ০৩:৩০
260258
শাহীন কবির লিখেছেন : আমার লিখা আপনার মত বড়মাপের লোকের কাছে ভালো লাগলো বলে নিজেকে খুব ধন্যই মনে হচ্ছে। সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ।Rolling on the Floor
১১ মে ২০১৫ সকাল ১০:৪২
260479
দ্য স্লেভ লিখেছেন : আমি খুবই সাধারণ একজন মানুষ। কোনো বিশেষত্ব নেই। দোয়া করবেন আমার জন্যে।
318219
০৫ মে ২০১৫ সকাল ০৯:১০
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
জনাব ইউনুস সাহেব মরুর দেশ বলতে কোন দেশে থাকেন সেটা তো উল্লেখ করলেন না ভাই!!!
১০ মে ২০১৫ রাত ০৩:৩১
260259
শাহীন কবির লিখেছেন : ভালো লাগার জন্যে অভিন্দন। মরুর দেশ হলো সাউদী আরব।
318231
০৫ মে ২০১৫ দুপুর ১২:২৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া! বাংলার মুখ উজ্জল করেছেন আমাদের এই ভাইয়া! ভালো লাগলো অনেক ধন্যবাদ!
১০ মে ২০১৫ রাত ০৩:৩৬
260260
শাহীন কবির লিখেছেন : ওয়ালাই কুমুসসালাম। চমৎকার মন্তব্যের জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ।নিজ দেশের প্রতিনিধি হিসাবে সবাইকেই দেশের মূখ উজ্জল করা প্রয়োজন।Talk to the hand
318243
০৫ মে ২০১৫ দুপুর ০১:২৪
বাকপ্রবাস লিখেছেন : ভালো লাগলো, এমন নিউজ দেবেন পেলে, সবার জানার, দেখার, বুঝার বিষয় আছে
318249
০৫ মে ২০১৫ দুপুর ০২:২২
ইবনে আহমাদ লিখেছেন : মহান এই ব্যক্তিকে সালাম। চাচার ছবিটার সাথের মানুষটিও মনে হচ্ছে কর্মবীর। উভয়কেই মোবারকবাদ।
১০ মে ২০১৫ রাত ০৩:৩৭
260261
শাহীন কবির লিখেছেন : শত ব্যস্থতার মাঝেও অধমের অসুন্দর লিখাটি পড়ার জন্যে ধন্যবাদ।Broken Heart
318270
০৫ মে ২০১৫ দুপুর ০৩:৫০
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
২২ মে ২০১৫ বিকাল ০৪:২৮
262883
শাহীন কবির লিখেছেন : ভালো লাগার জন্যে ধন্যবাদ
318302
০৫ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
আরেকটু ডিটেইল হলে ভাল হতো। কোন দেশ এবং কিভাবে তিনি এই কষ্টকর কাজটি করেন।
১০ মে ২০১৫ রাত ০৩:৩৯
260262
শাহীন কবির লিখেছেন : ভালো লাগার জন্যে ভালো লাগলো। আবারো দেখা হবে অন্য কোন লিখায় ইনশাআল্লাহ।
319158
১০ মে ২০১৫ সকাল ০৭:১৮
শেখের পোলা লিখেছেন : 'পরিশ্রমে ধন আনে পুন্যে আনে সুখ,
অলসতায় দারিদ্র আনে পাপে আনে দুখ'৷
২২ মে ২০১৫ বিকাল ০৪:২৯
262884
শাহীন কবির লিখেছেন : সুন্দর পংতির জন্যে ধন্যবাদRolling on the Floor
320339
১৬ মে ২০১৫ দুপুর ০১:৪৬
হতভাগা লিখেছেন : বাংলাদেশের কৃষকেরা আসলেই খুবই পরিশ্রমী । আল'হামদুলিল্লাহ তারা এদেশের ক্রমবর্ধমান মানুষের জন্য শস্য ফলিয়ে যাচ্ছে নিরলসভাবে ।

এদেরকে বাইরের দেশেও পাঠিয়ে দেওয়া উচিত. যেসব দেশে বাংলাদেশের ভাল রেপুটেশন আছে এবং কৃষিকাজের জন্য দক্ষ লোকের অভাব আছে এবং চাহিদা আছে শস্য উতপাদনের সেগুলোকে বাংলাদেশ টার্গেট করতে পারে সহজেই ।

ইউনূছ সাহেবের মত এরকম আরও অনেক ইউনূছকে আমরা দেখতে চাই ।
২২ মে ২০১৫ বিকাল ০৪:৩৩
262885
শাহীন কবির লিখেছেন : আপনার আবেদনের সাথে এক মত। যে কোন মানুষই রাষ্ট্রের সম্পদ। তাই মানব সম্পদকে যথাযত কাজে লাগানো রাষ্ট্রের দায়ীত্ব। আর দায়ীত্ববান সরকার হলেই তা সম্ভব।
২২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
262928
শেখের পোলা লিখেছেন : আপনার সদিচ্ছাকে সহমত ও স্বাগত জানাই৷ কানাডায় অমন অভিজ্ঞ চাষীর সর্বদা প্রয়োজন৷ দুঃখের বিষয়ে আাদের চাষীরা ইমিগ্রেশনের চাহিদা পূরণে ব্যর্থ৷ প্রথমেই বি এ পাশের প্রয়োজন৷ আর এখানেই ফেল৷কোন চাষীর সন্তান বিএ পাশের পরে আর চাষী থাকেনা৷ যারা কৃষী বিদ্যলয়ে পড়ে এরা লাঙ্গল কোদাল ভুলে যায়৷ মাঠের আলে আঙ্গুল নাড়ায় আর ফটো শেশণ করে৷ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File