মুক্তিযুদ্ধের টুকিটাকি

লিখেছেন লিখেছেন শাহীন কবির ১৩ ডিসেম্বর, ২০১৪, ০৫:৪৫:৪৯ বিকাল

১ম পর্ব

১৯৭১ সালের আমাদের মহান মুক্তিযুদ্ধে

সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন-

কর্ণেল (অবঃ)এম, এ, জি, ওসমানী

সীফ অফ স্টাপ ছিলেন-

লে, কর্ণেল আবদুর রব।

ডে. সীফ অফ স্টাফ-

ক্যাপটেন এ, কে, খন্দকার

মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।

১নং সেক্টর- (চট্রগ্রাম, প্রাবত্য চট্রগাম)

কমাণ্ডার ছিলেন-

প্রথমে মেজর জিয়াউর রহমান পরে মেজর রফিকুল ইসলাম

২নং সেক্টর- (নোয়াখালী, কুমিল্লা, দক্ষিন ঢাকা ও আংশিক ফরিদপুর)

কমাণ্ডার ছিলেন-

প্রথমে মেজর খালেদ মোশাররফ,

তারপর ক্যাপটেন আবদুস সালেক চৌধুরী,

তারপর ক্যাপটেন এ টি এম হায়দার

৩নং সেক্টর-(উত্তর ঢাকা, সিলেট ও আংশিক ময়মনসিংহ)

কমাণ্ডার ছিলেন-

প্রথমে মেজর কে. এম. সফিউল্লাহ,

তারপর মেজর এ. এন. এম. নুরুজ্জামান

৪, ৫ ও ৬ সেক্টর- (যথাক্রমে দক্ষিন সিলেট, উত্তর সিলেট, রংপুর ও দিনাজপুর)

কমাণ্ডার ছিলেন-

যথাক্রমে মেজর সি আর দত্ত,

মেজর মীর শওকত আলী ও

উইং কমাণ্ডার এম কে বাসার।

৭নং সেক্টর- (রাজশাহী, বগুড়া, পাবনা)

কমাণ্ডার ছিলেন-

প্রথমে মেজর নাজমুল হুদা

পরে মেজর কাজী নুরুজ্জামান।

৮নং সেক্টর- (কুষ্টিয়া, যশোর ও ফরিদপুর)

কমাণ্ডার ছিলেন-

মেজর আবু ওসমান চৌধুরী।

৯নং সেক্টর- (খুলনা ও বরিশাল)

কমাণ্ডার ছিলেন-

মেজর এম এ জলিল।

১০নং সেক্টর- (নৌ অঞ্চল)

কমাণ্ডার ছিলেন-

সারাসরি কমাণ্ডার ইন সীফের অধীনে

১১নং সেক্টর-(টাঙ্গাইল ও ময়মনসিংহ)

কমাণ্ডার ছিলেন-

মেজর এম আবু তাহের।

বিষয়: বিবিধ

১২৯৮ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

293997
১৩ ডিসেম্বর ২০১৪ রাত ১০:২২
শেখের পোলা লিখেছেন : আওয়ামী ভাষ্য মতে এদের কেউ কেউ রাজাকার ছিলেন৷ বুঝুন ঠেলা৷
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৪২
237652
শাহীন কবির লিখেছেন : আজকাল মুক্তিযুদ্ধকে সবাই তাদের নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে। কি আর করার বলুন।মন্তব্যের জন্যে ধন্যবাদ।
294005
১৩ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৪৩
237653
শাহীন কবির লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
294042
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৫২
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৪৩
237654
শাহীন কবির লিখেছেন : আপনার জন্যেও ধন্যবাদ
294071
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৫৪
নাছির আলী লিখেছেন : তথ্যভিত্তিক লেখা অনেক ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৪৪
237655
শাহীন কবির লিখেছেন : চেষ্টা আরো করবো। মন্তব্যের জন্যে ধন্যবাদ
294156
১৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৭
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০২:২৩
238210
শাহীন কবির লিখেছেন : ধন্যবাদ
294188
১৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১০
অনেক পথ বাকি লিখেছেন : কাজের পোষ্ট। উপকার করলেন ধন্যবাদ
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০২:২৩
238211
শাহীন কবির লিখেছেন : কাজের কাজ করাই সঠিক কাজ বন্ধু
294252
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
আবু ফারিহা লিখেছেন : ভালো লাগলো। তবে এদের কেউ কেউ এখন রাজাকারের তালিকায়।
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০২:২৫
238212
শাহীন কবির লিখেছেন : মক্তিযুদ্ধা হয় রাজাকা
তালে তালে না হলে
294296
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২১
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো। ধন্যবাদ।
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০২:২৫
238214
শাহীন কবির লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
294741
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০২:২৫
শাহীন কবির লিখেছেন : ধন্যবাদ
১০
294942
১৬ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
ইবনে আহমাদ লিখেছেন : ১১ জনের মধ্যে ছয়জনই রাজাকার। তাই আগামীতে এর বিন্যাস হবে ভিন্ন। আপনাকে মোবারকবাদ।
১১
321849
২২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
অবাক মুসাফীর লিখেছেন : আমার ক্লাসে আর সাধারন জ্ঞান পড়ানো হয় না...! পড়লাম, মাথা থেকে ঝেড়েও ফেললাম... Happy
১২
322604
২৬ মে ২০১৫ সকাল ১১:০৫
হতভাগা লিখেছেন : জিয়া আই.এস.আই. এর পরামর্শে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন । মন থেকে উনি যুদ্ধে যান নি ।

এসব সেক্টর কমান্ডারদের ছাড়েন । জাফর ইকবাল , মুনতাসির মামুন , শাহরিয়ার কবির , কবির চৌধুরি , আবেদ হাসান , শমীপতি আরাফাত - এদের মত হিউজ চেতনাবাজরা কোন কোন সেক্টরের চেতনা সরবরাহকারী ছিলেন ? জানাবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File