লালন নিজস্ব মতবাদ নয়, কোরাণ প্রচার করেছেন। লালন পর্ব-১০

লিখেছেন লিখেছেন পাতা বাহার ২৫ আগস্ট, ২০১৪, ০৩:৪৩:৪৭ দুপুর

লালন ঘরানার যারা বলে যে- লালন কোন ধর্ম গ্রন্থের কথা বলেন নাই। তিনি নিজস্ব মতবাদ প্রচার করেছেন। বরং লালনের মতবাদের কাছে, অন্যান্য সম্প্রদায়ের ধর্মীয় গ্রন্থ তুচ্ছ। আমি এই চপেটাঘাৎটি তাদের মুখে মারলাম। আর তাদেরকে আমি বলতে চাই যে, লালন অন্য প্রতিষ্ঠিত ধর্ম গ্রন্থ সমুহের বাইরে কোন কথাটি বলেছে, তা উপস্থাপন করুন। আর যদি তা না করতে পারেন, তাহলে আপনাদের ঐ সকল ভ্রান্ত তথ্য প্রত্যাহার করুন।

লালন ঘরানার আপনারা যে বলেন, লালন নিজস্ব মতবাদ প্রচার করেছেন। তাহলে বলুন তো, লালনের এই গানটি কার মতবাদ? ও এই গানে লালন তার ঘরাণার লোকদের কি বলেছেন?

মূর্ষিদের ঠাঁই নে না রেতার, ভেদ বুঝে।

এই দুনিয়ায় সিনায় সিনায়, কি ভেদ নবি বিলায়েছে।।

এক

কূতর্কী আর কূ স্বভাবী, তারে ভেদ বলেন নাই নবি।

ভেদের ঘরে দিয়ে চাবি, শরার কথা বুঝিয়েছে।।

মূর্ষিদের ঠাঁই নে না রেতার, ভেদ বুঝে।।

দুই

নেক তন বান্দারা যত, ভেদ পড়ে আওলিয়া হতো।

নাদানেরা শূল চাঁচিতো, মনছুর তার সাবেদ আছে।।

মূর্ষিদের ঠাঁই নে না রেতার, ভেদ বুঝে।।

তিন

তফসিরে হুসেনী যার নাম, তাই পড়ে মসনবি কালাম।

আছে ভেদ ইশারা তামাম,ফকির লালন কয় না মিছে।

মূর্ষিদের ঠাঁই নে না রেতার, ভেদ বুঝে।।

এই গানে লালন পরিস্কার বলে দিয়েছেন যে, মূর্ষিদের কাছে গিয়ে তোমরা জেনে নাও যে, সিনায় সিনায় নবি কি ভেদ বিলিয়েছে। এখানে লালন বলে নাই যে, তোমরা আমি লালন কি বলছি তার ভেদ বুঝে নাও। লালন বলেছে, নবি যে ভেদ বিলিয়েছে, তাই জেনে নিতে।

এর পরেও কি আপনারা বলবেন যে, লালন অন্য কোন সম্প্রদায়ের ধর্ম গ্রন্থের কথা প্রচার করে নাই? এখনো কি আপনারা বলবেন যে, লালন তার নিজস্ব মতবাদ প্রচার করেছেন?

এই লেখাটি আমার নয়। এই লেখাটি লিখেছেন গুরুজী। আমি তাঁর অনুমতি সাপেক্ষে, এখানে পোষ্টা করলাম।

গুরুজীর মূল পোষ্টটি পড়তে এখানে ক্লিক করুন।

বিষয়: বিবিধ

১২৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258106
২৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৪
ইবনে আহমাদ লিখেছেন : আগের পোষ্টগুলো পড়া হয়নি। আমি সব পড়ে মন্তব্য করবো্।
তবে এরকম বিষয় আমার প্রিয়। আপনাকে মোবারকবাদ।
২৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৩
201794
পাতা বাহার লিখেছেন : পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File