শিরোনামহীন

লিখেছেন লিখেছেন কাওছার জামাল ২৯ এপ্রিল, ২০১৪, ০৬:১১:০৫ সন্ধ্যা

কয়েখ মাস আগে এক গভীর রাইতে কনকনে শীতে আমার বৃদ্ধ পিতা, আমার জন্মদাতা আমার প্রতি যে মমতা দেখাইলেন তা আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। ভালোবাসার প্রকৃত সজ্ঞাটাকে খুঁজতে সাহায্য করছে।

তিনি উঠলেন রান্না ঘরে গেলেন দুই কাপ চা বানালেন, এক কাপ আমার জন্য আর এক কাপ নিজের জন্য। তারপর উকিঝুকি দিয়ে আমার রুমে চা নিয়ে ঢুকলেন। একটু পরে দুই পিস ব্রেড নিয়ে আসলেন। চা ব্রেড খাওয়া শেষ হওয়ার পর এক টুকরো পান আর কিছু সুপারি দিলেন। ইটস লাইক টাইম টু টাইম ডেলিভারী। অতপর দরজা টা টেনে বন্ধ করে দিয়ে গেলেন। আমি কিছুটা বিব্রত, আমাদের দেশে পিতা পুত্রের সম্পর্কে সিগারেট আদান প্রদানের সুযোগ নেই। থাকলে তিনি সম্ভবত সেইটা করতেন। একটা সিগারেট আর ম্যাচ নিয়ে এসে বলতেন নে বাবা এই বার আরাম করে টান....।

বিষয়: Contest_father

১১০৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214954
২৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২০
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
214992
২৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
শিশির ভেজা ভোর লিখেছেন : পিতাপুত্রের সম্পর্ক এমনই হওয়া উচিত।
221832
১৫ মে ২০১৪ দুপুর ০৩:০১
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : কিন্তু আমি তো জানি সন্তান বড় হয়ে সিগারেট ধরবে এই ভয়ে অনেক বাবারা সিগারেট খাওয়া ছেড়ে দেন। আপনার এটা মনে হল কেন?
৩০ মে ২০১৪ রাত ০১:৪৯
175034
কাওছার জামাল লিখেছেন : আমার বাবাও সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলেন কিন্তু অনেক দেরিতে। আর এমনটি মনে হওয়াটা খুবি স্বাভাবিক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File