নিখোঁজ হওয়া যশোর শহর শিবির সভাপতিকে নিয়ে বন্দুকযুদ্ধের কল্পকাহিনী

লিখেছেন লিখেছেন একজন বীর ১৪ মে, ২০১৪, ০৬:৪৩:৩২ সন্ধ্যা

মঙ্গল বার সকালে নিখোঁজ হন যশোর শহর শিবির সভাপতি জাহিদুল ইসলাম। তার নিখোঁজ হওয়ার পর জামায়াত-শিবির এমনকি তার পরিবারের পক্ষ থেকে আইন-শৃংখলা বাহিনী অপহরণ করেছে বলে দাবী করলেও আইন-শৃংখলা বাহিনী তা অস্বীকার করে। কিন্তু বুধবার সকালে হঠ্যাৎ পুলিশের পক্ষ থেকে জানানো হয় জাহিদুল ইসলাম বন্দুকযুদ্ধের গুলিবিদ্ধ। পুলিশ নাকি তাকে নিয়ে ওস্ত্র উদ্ধারে গেলে শিবির কর্মীরা পুলিশের উপর গুলি চালালে আহত হয় সে। অথচ পুলিশের পক্ষ থেকেই অস্বীকার করা হয়েছিল তাকে গ্রেফতার কিংবা অপহরণের বিষয়। যদি তিনি পুলিশের হাতে গ্রেফতার নাই হন তাহলে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় কিভাবে? যেন রুপকথার নতুন কোন গল্প বাংলার মানুষকে বোঝাচ্ছে তারা। এসমস্ত জঘন্য কাজের সাথে জড়িতদের বিচার বাংলার গণমানুষের প্রাণের দাবী।

বিষয়: বিবিধ

৯৪৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221527
১৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
নীল জোছনা লিখেছেন : রাজনীতির মারপ্যাচে যখন তাদের দমন করা যাচ্ছে না তখন এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে।
221538
১৪ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
ছিঁচকে চোর লিখেছেন : লে হালুয়া। এইবার র‌্যাব রেকর্ড করলো। ক্রসফায়ার বাট মরে নাই।
221545
১৪ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : যদিও জামাত শিবিরের দেশে থাকার অধিকার নাই তবুও তাদের এভাবে বিনা বিচারে গুলি করে মারার পক্ষে নই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File