নেতৃবৃন্ধের নিরাপদ থাকাটা জরুরী।

লিখেছেন লিখেছেন মোস্তাফিজুর রহমান ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:৫৮:৪৪ সন্ধ্যা

দুর্গম পাহাড়ি পথে যাত্রীবাহী বাস আটকে গেল। সকল যাত্রীই গাড়ি থেকে নেমে ধাক্কা দিয়ে গাড়িকে সামনে নেয়ার চেষ্টারত। শুধুমাত্র ড্রাইভার তার আসনে বসে শক্তকরে স্টিয়ারিং ধরে রেখেছে। কিছুলোক হেঁটে হেঁটে সে পথ পাড়ি দিচ্ছিল। যাত্রীদের মাঝে ড্রাইভারকে না দেখে বলতে লাগল ড্রাইভার ফাঁকিবাজ। সকল যাত্রীকে গাড়ি ধাক্কায় লাগিয়ে দিয়ে নিজে আরামে বসে আছে। পাঁয়ে হাটা লোক গুলোকে কি বলব?? তারা বুঝেনা বা বুঝেও না বুঝার ভান করে যে, প্রথমে ড্রাইভারকেই নিরাপদ থাকতেই হবে। তাছাড়া রাস্তা যত কঠিন ড্রাইভারকে ততই শক্তভাবে তার আসনে বসতে হবে। অন্যথায় গাড়ি গভীর খাদে পড়ে যাবে। সাথে সাথে সকল যাত্রীর অবলম্বনটাই শেষ হয়ে যাবে।

যাত্রীবাহী বাসটা ইসলামী সংগঠন আর ড্রাইভার যদি হয় নেতৃত্ব তাহলে ড্রাইভারের গুরুত্বটা যে আরো কত বেশি তা সবারই বোধগম্য হওয়ার কথা। আন্দোলনের স্বার্থেই নেতৃবৃন্ধকে নিরাপদে থাকা উচিত। আল্লাহ তায়ালা পৃথিবীর সকল ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের হেফাজত করুক, আমিন।

বিষয়: বিবিধ

১১৯৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262002
০৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৭
কাহাফ লিখেছেন : সুন্দর উপমায় বর্ণিত পোস্টের জন্য অনেক ধন্যবাদ ..........
০৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১৯
206396
মোস্তাফিজুর রহমান লিখেছেন : আপনাকে ধন্যবাদ প্রিয় ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File