বাবাগুলো সব

লিখেছেন লিখেছেন তরবারী ০৯ ফেব্রুয়ারি, ২০১৭, ০১:২৭:৩৪ দুপুর

বাবাগুলো সব কেমন যেন

আগুন আগুন স্বভাব

সবকিছুতেই ভারী ভারী সব

কঠিন কঠিন ভাব।

বায়না ধরলেই “না” কথাটি

মুখের উপর খাড়া

বাবা মানেই অস্বস্তি আর

যন্ত্রণার বারিধারা।

বাবা মানেই শুধু টাকার ছবি

অন্য বেলায় না থাক

বাবা মানে শুধু দিয়ে যাক সব

কখনো না নাক গলাক।

এমন রূপেই বাবা বুঝি

হয়েছিল চিরচেনা

বাবার মাঝে যে বড় প্রিয় ধন

থাকে না কারো জানা।

এক জামাতে যুগ করে পার

এক জুতাতেই কিছু কাল

পকেট ছিঁড়ে বাবা শুধু

বায়না পুরায় চিরকাল।

প্রিয় মীন মাথার স্বাদ ছেড়ে

পাতে তুলে দেওয়া

মনে হত সব নিষেধ বাবাদের

বড় হয়ে এসব খাওয়া।

বাবার চোখেও যে জল আসে

চোখের আড়াল হলে

কেউ বুঝে না,কেউ বুঝে না

কল্পনারও ছলে।

বাবা গুলো সব এত ভালো কেন

এত কেন মায়া ভালোবাসা

নয়নের বারিধারায় চোখ ছল ছল

পাই না খুঁজে কোন ভাষা।

বিষয়: সাহিত্য

৭৩০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381773
০৯ ফেব্রুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:৪১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, মুহতারাম আপনার কবিতাটা পড়ে আমার মরহুম বাবার কথা মনে পড়ে গেল। বাবা যতদিন জীবিত ছিলেন,ততদিন বাবার গুরুত্ত্ব বুঝিনি। এখন সব বুঝতেছি, কিন্তু বাবা নেই। ধন্যবাদ আপনাকে
১০ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ০৫:২৫
315646
তরবারী লিখেছেন : সত্যি --- আমরা আমাদের সময়ে বুঝি না --- বাবা যে কি নেয়ামত ---

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File