ঢোরা সাপ আর ধর্ম

লিখেছেন লিখেছেন তরবারী ২৯ জানুয়ারি, ২০১৭, ০৫:০১:৪১ বিকাল

ঢোঁরা সাপ তো মনে হয় সবাই চিনেন-

তাকে নিয়ে কখনো ডকুমেন্টারি বা কোন আকর্ষণীয় প্রতিবেদন হয়েছে বা হয়?

কিন্তু আন্যাকোডা বা অজগর বা গোখরা নিয়ে প্রতিনিয়তই হচ্ছে প্রতিবেদন বা ডকুমেন্টারি।

তারাও বিরদর্পে চলছে মানুষেরও আগ্রহের শেষ নেই।

ছোটবেলায় বাচ্চাদের দেখেছি ঢোঁরা কে নিয়ে বগলে পেঁচিয়ে রাখতো - সাপ ধরার আর সাপকে নিয়ে খেলা করার মজা হত ঢোঁরা দিয়ে।বংশ শুধুই বাড়ে।

তবে এ নিয়ে কারো মাথা ব্যাথাও নেই উদ্বেগ ও দেখলাম না কারো মাঝে।

ও আচ্ছা যা বলছিলাম।

আলী (রাঃ) কে বাঘ বলা হত।যদিও কথার কথা তবে প্রত্যেক সাহাবীই ছিলেন তেজদিপ্ত ব্যাঘ্র সদৃশ।

কারণ “স্পিরিট অফ ইসলাম মেইড দেম ওয়ান অফ দা পিলার্স অফ এ ডিফারেন্ট।”

তাই সাহাবীদের মর্যাদা এত সুউচ্চ।

তাদের পর বীর মুজাহিদরা অনুকরণীয় এবং অনুসরনীয় হয়েছে হয়েছে শয়তানের চক্ষুশূল।যাদের নীয়ে মানুষের জ্ঞান অর্জনের শেষ নেই।

তবে এর মধ্যে স্পিরিট হীন একদল ইসলামী মানুষ ঢোঁরা সাপ ন্যায় বেড়েই চলছে।শয়তানের মাথা ব্যাথা নেই।

পুঁথিগত বিদ্যার মত,পড়া আছে কিন্তু দাম নেই।

সিংহ শার্দূল ছুটে আসতো

ধূলি মরুর বালু চিড়ে

অর্ধেক পৃথিবী রাজ করা

কোথা সে মুসলিম ওরে !

হক্বের বাণী গোপন করে

দন্তবিহিন ঢোঁরা সাপ

তেজ গুলো সব ভেজ দিয়ে

যমীন ভরেছে পাপ।

বিষয়: বিবিধ

১১১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File