অবাক বিস্ময়

লিখেছেন লিখেছেন তরবারী ৩১ অক্টোবর, ২০১৫, ০২:৫৬:৪৮ দুপুর

রথী মহারথী কতজন এলো

কতজন দিলো মুখ ভরে কথা

কতজন শুধাইল দিতে পারি জীবন

বল যদি সব যা আছে মোর

বলিলাম মশাই লাগবে না এত

কেন নিবো এই জীবন আর দান !

কাজ চাই,কাজ ! এই দয়াটুকু করুন

কাজের বিনিময়ে মূল্য চাই,

এই নিয়েই বাঁচবো,লাজখানি না নিয়েন

ওটাই তো মানুষের সম্ভ্রম।

সর সর সর,দূরে যা তুই,দূরে গিয়া মর।

রথী মহারথীর মুখ যেন আগুনের ফুলকি ঝরায়।

ওরে বেটা জ্ঞানী আমি কি কাজের ফ্যক্টরি খুলেছি নাকি ?

কাজ নেই কোন,দূরে গিয়া দেখ

মরণ কোথাকার সব !

ভয়ে তো 'থ' - বলে কি মশাই ?

জীবন দিয়ে যে দিলো বলে

কাজ চাইতেই আগুন জ্বলিল

খেদ ঝাড়িয়া একি শোধাইল ?

ভিক্ষা চাইনা- মানুষ আমি,গোলামী তো শুধু আল্লাহর।

ভিক্ষুক বানাইয়া আর কত রাজনীতির পারাপার ?

লাথি মারি তোর জীবন দানে

লাথি মারি শালা তোর সব এ

ঘামের দামে ধরণী কিনিব

কিনিবো নীল,সিন্ধু ফোয়ারা।

রথী মহারথী আমি-ই আমার

চির উন্নত মমশির।

বিষয়: বিবিধ

১১১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File