ইরেক্টাইল ডিস্ফাংশন বা পুরুষের লিঙ্গোত্থানজনিত সমস্যা!

লিখেছেন লিখেছেন মোঃফজলুল হক ১৪ জানুয়ারি, ২০১৯, ০৮:৫৮:০১ সকাল

আসছি চিকিৎসা বিষয়ক আলোচনায়ঃ-

আজকের বিষয়ঃইরেক্টাইল ডিসফাংশন!

ইরেক্টাইল ডিসফাংশন হলো পুরুষের লিঙ্গোত্থান জনিত একটি সমস্যা(অনেকটা মানসিক),অনেক পুরুষ'ই সমস্যায় ভোগে থাকেন,শেষতক মানুষিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়।

লক্ষণ পুরুষাঙ্গ উত্থিত হবার পর,মিলিত হবার শুরুতে'ই আবার নিস্তেজতা চলে আসে যার জন্য মিলনগামী পুরুষ একদম প্রস্তুত ছিলোনা,অথচ পূর্বে কোন সমস্যা ছিলোনা,ডিউরেশন ভালো ছিলো সঙ্গিনী সন্তুষ্ট ছিল।

কারণ মস্তিষ্ক ও জেনিটো ইউরানারী সিস্টেমের দুর্বলতা,মানসিক আঘাত থেকে শুরু করে,পারিবারিক অর্থনৈতিক জটিলতা,অধিঃনস্ত দের বিদ্রোহ ও অন্যতম কারণ।

কিভাবে বুঝবেন দৃঢ়তা নিয়ে মিলিত হলেন,প্রবিষ্ট হবার কিছুক্ষণ পর অটো নিজ অজান্তে ইচ্ছের বাহিরে পুরুষাঙ্গ নেতিয়ে পড়বে,এতে বীর্যপাত হবেনা।

প্রতিকার ও করনীয়:সব ধরণের মানসিক চিন্তা ঝেড়ে ফেলতে হবে,স্ত্রীর সাথে শেয়ার করতে হবে,দৈনিক ৮থেকে ১০টি লং খেতে হবে,সব ধরণের কোমল পানি বর্জন করতে হবে,এলকোহল নিষিদ্ধ।

কিছু মেডিসিন ক্যাপসুল জিনসিনা(প্যানাক্স জিনসেং)১টা করে ২বার ৩মাস,ট্যাবলেট আফ্রোডিক(ইবনেসিনা)১টা করে ২বার ২মাস।অশ্বগন্ধারিষ্ট ৪চামচ করে ২বার ২মাস।

শুক্র সঞ্জীবনি মোদক ১চামচ করে ২বার।

একান্ত প্রয়োজন হলে ফোনে যোগাযোগ করিবেন।✆01718329360

বিষয়: বিবিধ

১৮৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File