শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় মহা সত্যের ভিত্তিতে ঐক্যের আহবান, …আমীর, ইসলামী সমাজ

লিখেছেন লিখেছেন আকবার১ ০৭ অক্টোবর, ২০১৬, ০৫:০৩:৪৮ সকাল





ইসলামী সমাজের আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, দেশ ও জাতির মানুষ বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে ভয়াবহ রাজনৈতিক সংঘাত ও সংঘর্ষের মুখোমুখী। ক্ষমতা ও আধিপত্যের মোহে মানুষে মানুষে সংঘাত ও সংঘর্ষকে আল্লাহ রাব্বুল আলামীনের আযাব গজব উল্লেখ করে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত থাকার কারণেই দেশ ও জাতির মানুষ আজ বিভক্ত হয়ে আল্লাহর আযাব-গজবের শিকার। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর প্রতিষ্ঠিত হলেই জাতীয় জীবনে সংঘাত ও সংঘর্ষ দুর হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে।

ইসলামী সমাজের কেন্দ্রীয় কার্যালয়ে গত ১৫ ও ১৬ই মার্চ দুই দিন ব্যাপী অনুষ্ঠিত বিশেষ কর্মী সম্মেলনে দেশের শীর্ষ দুই নেত্রী সহ জাতীয় নেতৃবৃন্দ মহোদয়গণের বিভিন্ন রকম উস্কানীমূলক ও পরস্পরকে আক্রমণ করে বক্তব্য প্রদান এবং বিভিন্ন ইস্যুতে পাল্টাপাল্টি কর্মসূচী গ্রহণ ইত্যাদি বিষয়ে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে ইসলামী সমাজ এর আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর বলেন, এই মূহুর্তে মানুষের নয়, সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর এ মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হলে দেশ ও জাতি ধ্বংশ হয়ে যাবে। তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে ইসলামী সমাজ শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্ব প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস, দুর্নীতি, উগ্রতা, হরতাল ও নৈরাজ্যসহ সকল প্রকার অপতৎপরতার বিরুদ্ধে ইসলামী সমাজ এর দৃঢ় অবস্থান এ কথার উল্লেখ করে তিনি দেশবাসী সকলকে সমাজ ও রাষ্ট্রে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মহাসত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার

বিষয়: বিবিধ

৯৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378412
০৭ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:৫০
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো/ পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File