আপু,আপনার পোশাকের প্রতি আমার বিদ্বেষ আছে !!!

লিখেছেন লিখেছেন দক্ষিনের জলদস্যু ২৭ জুলাই, ২০১৩, ০১:৫০:৫৬ দুপুর

আমি কোনো টেইলার্সের লোক না। আমি আপনারই কেউ একজন,সাধারণ পথচারী। আপনি আয়নার সামনে গিয়ে দেখেন যে অপনাকে কেমন লাগছে। কিছু বুঝলেন? জানি বুঝবেন না,কারন আপনি একটা পুরুষের দৃষ্টি দিয়ে দেখতে পারেন না। আপনার পোশাকের প্রতি আমার বিদ্বেষ আছে,এতে কিছু পরিবর্তন আনা দরকার।

আপনার জামার কোমর আর বক্ষদেশ এত টাইট কেনো? আপনি কি জানেন এসমস্ত স্থানে এত টাইট হলে আমার মত পুরুষের মাঝে কি প্রতিক্রয়া হয়? মনে কোনো ভালো চিন্তা আসে না নিশ্চত।

আপনার জামার গলা এত বড়ো কেনো? যা আবৃত করার জন্য পোশাক পরেছেন তা দেখাচ্ছেন কেনো? জনসাধারণের কুদৃষ্টি কি আপনার কাম্য?

আপনি ওড়না কখনো গলায় পেচিয়ে রাখেন,কখনো এক পাশে ঝুলিয়ে রাখেন,এর কারন কি? অর্ধেকটা দেখাবেন আর অর্ধকটা দেখাবেন না,ইট ইজ নট ফেয়ার!

আপনার অন্তর্বাসটা জামার উপর দিয়ে বের করে রাখেন কেনো? তাহলে সেটা বহির্বাস হয়ে গেলো না? তার চাইতে সবগুলা অন্তর্বাস কাপড়ের উপরে পরেন, সুপারওম্যান হতে পারবেন!

আপনার ধর্ম কি অপনাকে নিজেকে প্রদর্শনের অনুমতি দেয়?

আমার মনে হয় না। তাহলে প্রদর্শনের ব্যাপারে এত আড়ম্বর কেনো?

আপু বুঝছেন না কেনো,আপনার উদাসীনতায় ক্ষতি আমাদের! দয়া করে আমাদের সাহায্য করুন,ধ্বংসের হাত থেকে বাঁচান।

আর আপনার যে শুশীল ভাইগন আপনার পোশাকের স্বাধীনতা চায়,সে বাসায় গিয়ে আপনাকে বিনোদনের বিষয় বানাবে,মাইন্ড ইট!

আপনি আযানের সময় মাথায় কাপড় দেন ভালো কথা,কিন্তু অবশ্যই বুকের কাপড় আছে কিনা খেয়াল করে!

বিষয়: Contest_mother

১৬১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File