শুশীলতা-প্রগতিশীলতা নাকি বিপ্লবী আমজনতা?

লিখেছেন লিখেছেন দক্ষিনের জলদস্যু ২৭ জুন, ২০১৩, ১০:৫৮:৪৫ সকাল

আমি কে?কে আমি?আমি আপনাদের সমাজের সেই শুশীল।নিজেকে লইয়া ব্যাস্ত থাকি।আজিকের চাইতে আমি আগামীকালকে বেশী বেশী সমৃদ্ধ করিতে মত্ত।কিঞ্চিত ধান্দাবাজ আমি।সকলের মাঝ থেকে কিভাবে নিজের সার্থ উদ্ধার করিতে হয় তাহা আমার মুখস্থ।আমি ডাহা মিথ্যা কথা বলিতে জানি।রাস্তায় মৃতপ্রায় মানুষটি পড়িয়া থাকিলে হাত লাগাই না,পাছে ঝামেলা পোহাতে হয়!কিন্তু রাস্তায় মৃত গাভী পড়িয়া থাকিলে আমি ভাবিয়া দেখি তাহা খাওয়ার যোগ্য কিনা।আমি সভ্য চোর,লোকচক্ষুর অন্তরালে কিভারে পকেট ভরিতে হয় তাহা আমার চাইতে কেহই ভাল জানে না।রাস্তায় রমনীরা হাটিয়া গেলে আমার চোখ তাহাদের লজ্জাস্থানে চলিয়া যায়।আমি যৌনতাবাদী।মানুষের মাথায় কাঠাল ভাঙ্গিয়া খাওয়া আমার সহজাত প্রবৃত্তি।এসত্তেও মানবকুলে আমার সম্মান ব্যাপক।একটি থাপ্পড়ের ভয়ে আমি পকেটের সব দিতে দ্বিধাবোধ করি না।

লড়িবার ভয় প্রকট,মরিবার আরো।

ধর্ম কি জিনিস আমি তাহার কি জানি!

আমি প্রগতিশীল,প্রগতিশীলতার নামে আমি অসভ্যতা চালায়ে থাকি।সমাজকে আগাইবার কথা বলিয়া নির্বোধ মানুষকে শান্ত করি।

আমি সমাজসেবক,জাতিকে সামনে ধাবিত করিতে আমাকেই প্রয়জন।

.

.

.

আপনি কোথা হতে আসিয়াছেন মিঞা বিপ্লবী মানুষ?

কি আপনার পরিচয়?আপনি কিইবা পারিবেন প্রগতিশীলতা-শুশীলতা থামাইতে!আমরা শুশীলগন ক্ষমতাধর।আপনারা আমাদের নিকট পিপিলিকা সমতুল্য।

.

.

.

আফ্রিকার বুলেট পিপিলিকার নাম শুনিয়াছেন?কয়টা ঐ পিপিলিকার কামড় সহ্য করিবার ক্ষমতা রাখেন আপনি শুশীল?আমরা বিপ্লবি,আমাদের হারাইবার কিছুই নাই,আমরা লড়িবার ভয় পাই না।আমরা জাগিতেছি,আমরা অসংখ্য।

...হে শুশীল-প্রগতিশীল,সাবধান...

বিষয়: বিবিধ

১০৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File