দেশে ভিন্নমতের কোন সহাবস্থান নেই

লিখেছেন লিখেছেন সাইফ সানি ২৮ এপ্রিল, ২০১৩, ০২:৩৩:৪৫ রাত

আজকাল গঠনমূলক সমালোচনা করা ও অনেক কঠিন। দেশের মানুষের মানসিক অবস্থা এখন এমন যে সমালোচনা মানেই বিরুদ্ধপক্ষ। ভিন্নমতের সহাবস্থান নেই বললেই চলে। যে কোন সমালোচনা করবেন তো আপনার অতীত নিয়ে টানাটানি শুরু করে দেয়া হবে। অতীতে আপনি কি ছিলেন, কী করতেন এখন সুশীল সাজতে আসছেন ইত্যাদি ইত্যাদি।

উদাহরন স্বরূপ,

১। আওয়ামীলীগের সমালোচনা করবেন তো আপনি ছাগু, পাকিস্তানের দালাল।

২। বিএনপির সমালোচনা করবেন তো আপনি ভাদা।

৩। শাহবাগের সমাবেশের কোন দুর্বল পয়েন্ট উল্লেখ করবেন তো আপনি দেশদ্রোহী, রাজাকার, পাকি জারজ ।

৪। শাপলা চত্ত্বরের কোন দূর্বল দিক বললেন তো আপনি নাস্তিক, ইসলাম বিদ্বেষী।

বিষয়: বিবিধ

১২৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File