হায়রে ফেইস বুকার তুই কচু খা, তুই নিপাত যা -মর.......!!

লিখেছেন লিখেছেন খাস খবর ১৭ এপ্রিল, ২০১৬, ১১:৫৩:২৪ রাত

- অহিদুজ্জামান

হায়রে কাঙালের ধন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ। হায়রে পানামা পেপার তোরা আর কত মায়ের কোল খালি করবি! আর ৮২ বছর বয়সী প্রবীন সাংবাদিক শফিক রেহমানের মতো কতজনকে রিমান্ডে নিবি! আর কত নাটক তৈরি করবি কে জানে! তোর্ কাছে তো জাদু আছে তাই দিয়ে সব ভুলাতে পারতিস।এমন নিষ্ঠুরতার কি প্রয়োজন? হায়রে আমার বাঙালির কপাল! যত নষ্টের মূল এই ফেইসবুক! দেশে ১৯ কোটি মানুষ।সরকারী হিসাবে ১৬ কোটি।কারো কোনো রা নাই-টু শব্দটি নাই।সবে শান্ত সুবোদ বালকের মতো সকলে দুগ্ধ পান করে করে ঘুম যায়, ঘুম থেকে উঠে খেত খামারে কাজ করে। পারে আল্লাহ-বিল্লা করে।না পারে তো না করে।সুন-শান শান্ত পরিবেশ। এযেন হিরক রাজার দেশের কয়লা খনির শ্রমিকের দেশ।মাঝে মধ্যে একটু আধটু রা-শব্দ করলেও পাখির মত টুসটাস শিকারী এসে ফেলে দিলেই সব শান্ত।এমন শান্তিময় দেশে কতিপয় বাচাল পাতকী কূহক ফেইসবুকার! যত সব বেকারের দল ফ্রি পাইছে জুকের সম্পদ তাতে শুধু গন্ডগোল বাঁধায়।তাতেই হীরক-রানী ভয়ে অস্থির, তার রাতের ঘুম হারাম।রানীকে নির্ভয়ে আরাম করতেই তার উপযুক্ত পাইক-পেয়াদারা-কোতোয়ালরা নিরীহ মানুষ গুলোকে বলি দিচ্ছে।হায়রে ফেইস বুকার তুই কচু খা, তুই নিপাত যা -মর.......!!

বিষয়: রাজনীতি

১১৫১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366132
১৮ এপ্রিল ২০১৬ রাত ০৮:১১
শেখের পোলা লিখেছেন : বেশ বলেছেন৷ কোনখানেই নিরাপত্তা নেই৷এত শান্তি দেশ জুড়ে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File