জাতীয় সাংসদদের অশালীন ভাষা ব্যবহার : তরুন প্রজন্ম কি শিখছে !

লিখেছেন লিখেছেন ফারদিন ইসলাম ২৫ জুন, ২০১৩, ০২:৩৯:১৬ রাত

দেশের ইতিহাসে প্রথম মহিলা স্পিকার হয়েও সর্ম্পূন ব্যর্থ হলেন নিজের দায়িত্ব পালনে ! জাতীয় সংসদের বর্তমান স্পিকারের কন্ট্রোলিং পাওয়ার বলতে কিছুই নেই । বিগত কয়েকদিনের সংসদ অধিবেশনে স্পিকার কার্যত সাংসদদের কন্ট্রোল করতে পারছেন না । আসলে ওনি কন্ট্রোল করতে পারছেন না বলতে ওনি কন্ট্রোল করতে চাচ্ছেন না ! এতে করে জাতীয় সংসদে সরকার দলীয় ও বিরোধী দলীয় সাংসদরা একে অন্যকে অশালীন ভাষা ব্যবহারে অতীতের সব রের্কডকে ছাড়িয়ে গেছেন ! একটি স্বাধীন ও সভ্য দেশের জাতীয় সংসদ এভাবে আর কতো কাল চলবে? জাতীয় ও সম্মানিত নেতাদের নিয়ে একের পর এক অশালীন ভাষার প্রয়োগ জাতি আর দেখতে চায় না । এ ক্ষেত্রে সংসদের প্রধান চেয়ার ও সম্মানিত স্পিকার হিসাবে শারমিন শিরিন সম্পূর্নরুপে ব্যর্থ হয়েছেন । তিনি সাংসদদের বলার সুযোগ দিয়েছেন ওনি হয়তো দেশের নারী স্পিকার হিসাবে ইতিহাসের পাতায় স্থান পেয়েছেন ; কিন্তু সংসদ পরিচালনায় সবার নিচেই স্থান পাবেন ! বিরোধী দলকে কিছুটা নিষেধ করলেও সরকার দলীয় সাংসদ ও মন্ত্রীরা লাগামহীন অশালীন কথাবার্তায় জাতি তা মোটেও মেনে নিতে পারেনি! জাতীয় নেতাদের সম্মান রক্ষার্থে ও সংসদের ঐহিত্য বজায় রাখতে সকলের ভাষা প্রয়োগে শালীনতা ও সংযম প্রদর্শন করা এখন সময়ের দাবী ।

বিষয়: বিবিধ

১২৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File