'শরণার্থী সংকট' নাকি ইউরোপিয়ানদের 'সংকীর্ণ মানসিকতার' বহিঃপ্রকাশ!

লিখেছেন লিখেছেন প্রশান্ত আত্মা ০২ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:২৫:৪২ সন্ধ্যা

তুরস্ক একাই ১৫ লক্ষেরও বেশি সিরিয়ান শরণার্থীদের আশ্রয় দিয়েছে আর ইউরোপের সবগুলি দেশ মিলে কয়েক হাজার শরণার্থী আশ্রয় দিতে পারছে না!এই কয়েকটা মানুষকে আশ্রয় দেওয়া নিয়ে পুরো ইউরোপে নাকি 'শরণার্থী সংকট' দেখা দিয়েছে!! স্লোভাকিয়া,পোল্যান্ড মুসলিম শরণার্থীদের নিতে চাইনা,তারা কেবল খৃস্টান শরণার্থীদের নিতে রাজী!মেসিডোনিয়ায় শরণার্থী রুখতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।নিম্ন তাপমাত্রা ও বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছে অসংখ্য শরণার্থী!এমনকি মেসিডোনিয়ায় শরণার্থীদের উপর নির্যাতন চালানোরও অভিযোগ রয়েছে।

যুদ্ধকবলিত ইরাক-সিরিয়ার লাখ লাখ আশ্রয়হীন নারী-পুরুষ এবং শিশু মধ্যে বেঁচে থাকার আশায় ভূমধ্যসাগর দিয়ে পাড়ি জমায় ইউরোপের পথে।সমুদ্রপথে এই বিপজ্জনক যাত্রায় প্রায় প্রতিনিয়তই মারা যায় অসংখ্য শরণার্থী!আর ইউরোপের দেশগুলি ‘দেখবো না, শুনবো না, সাহায্যের হাত বাড়াবো না' এই নীতি অনুসরন করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে হাজার হাজার শরণার্থীকে!ইউরোপীয় দেশগুলি যে কত অমানবিক এবং তারা যে কতটা সংকীর্ণ মানসিকতাসম্পন্ন তা এই শরণার্থী ইসুতে বিশ্বের সামনে উন্মোচিত হচ্ছে।আর মুসলিম দেশের শাসকদের কথা বলে লাভ নেই!তারা মূক,বধির আর অন্ধের মত হয়ে গেছে!এক তুরস্ক ১৫ লক্ষেরও বেশি শরণার্থীদের আশ্রয় দেওয়ার পরেও তাদের দেশে শরণার্থী সংকট দেখা দেয়নি আর মাত্র কয়েক হাজার শরণার্থী আশ্রয় দেওয়া নিয়ে পুরো ইউরোপের মাথাব্যথার শেষ নেই!ধিক্কার জানায় এইসব জাতীয়তাবাদী আর বর্ণবাদী চিন্তা-চেতনাকে যেখানে মানবিকতার কোন মূল্য নেই!













ছবিঃবেচে থাকার আশায় যুদ্ধকবলিত সিরিয়ার এই শিশুগুলি পরিবার পরিজনের সাথে পাড়ি জমিয়েছিল ইউরোপের পথে।কিন্তু শরণার্থীদের সাথে ইউরোপের অমানবিক আচরণের কারনে বাধ্য হয়েই তারা বেছে নেয় সমুদ্রপথের এই বিপজ্জনক যাত্রা।প্রতিনিয়তই এই যাত্রায় মারা যাচ্ছে অসংখ্য নারী-শিশু।এই শিশুরাও বাচতে পারেনি...পৃথিবীর মানুষগুলি তাদের বাচতে দেয়নি!!

বিষয়: বিবিধ

১৩৯০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339210
০২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
339230
০২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটাই সেই তথাকথিত শ্বেতাঙ্গ সভ্যদের আসল রুপ। তারা পৃথিবির সব সম্পদ একাই ভোগ করতে চায়।
339276
০২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


পশ্চিমাদের ভন্ডামী আর মুসলিম শাসকদের নষ্টামী বর্তমান বিশ্বের অন্যতম প্রধান সমস্যা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File