হোজ্জার গল্প: সর্বদলীয় সরকারে এরশাদের যোগদান এবং আওয়ামী লীগের এক গরু দুই বার কেনা!

লিখেছেন লিখেছেন ই জিনিয়াস ১৯ নভেম্বর, ২০১৩, ০৯:২৭:০২ রাত

এরশাদ সাহেবকে আবারও কিনলো আওয়ামীলীগ। এই ঘটনার পর নাসির উদ্দিন হোজ্জার একটি কৌতুকের কথা মনে পড়ে গেল। নাসির উদ্দিন হোজ্জা একদা একটা গরু বিক্রি করার জন্য এক দালালের কাছে দিল। দালাল রসময় ভঙ্গিতে দাম তোলা শুরু করলো। গরুর প্রয়োজনীয়তা এবং গুণ তুলে ধরতে সে নানাবিধ বিশেষণ ব্যবহার শুরু কোরল। এতে লাফিয়ে লাফিয়ে গরুর দাম বৃদ্ধি পেতে থাকলো। গরুর এতগুণ শুনে হোজ্জাও ক্রেতাদের সাথে পাল্লা দিয়ে দাম হাকাতে শুরু কোরল। দালাল এবার দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ শুরু কোরল। এদিকে কোন ক্রেতাই হ্জ্জোাকে টেক্কা দিতে পারছে না। ক্রেতা যা দাম বলে হোজ্জা তার চেয়ে আরো বেশি বাড়িয়ে দাম বলে। সবশেষে ক্রেতারা কুলিয়ে না উঠায় হার মানল এবং সর্বোচ্চ দাম হাকায় হোজ্জাই গরু পেল। এবারে দালালের কাছে দাম পরিশোধও করলো। ওদিকে দালাল তাকে আড়ালে ডেকে নিয়ে বললো, হোজ্জা সাব আপনি আপনার গরুর দাম বাড়িয়ে কিনে কি লাভ হলো? উত্তরে হোজ্জা বললো, আরে গরুর গুণাগুণ না শুনে আমারও লোভ হয়েছে গরুটার গুণ যাচাই করে দেখতে!

আওয়ামী লীগ অনুষ্ঠান করে আবার তার নিজ খোয়াড়ের এরশাদ গরুকে ক্রয় করলো। এতে আসলে দুজনই জয়ী। এরশাদ খুশি নিজেকে উচ্চদরে বিক্রি করতে পেরে আর হাসিনা খুশি ভাল গরু কিনতে পেরে। মন্দলোক অবশ্য ভিন্ন কথা বলতে পারে!!

বিষয়: বিবিধ

১৪৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File