মুসলিমদের যা কিছুর মালিক বা হকদার হচ্ছে দরিদ্র জনগণ

লিখেছেন লিখেছেন সাইফুল ঈদগাহ কক্স ০৩ ডিসেম্বর, ২০১৫, ০২:৩০:৫৯ দুপুর

আবশ্যিকঃ

যাবতীয় অস্থাবর সম্পদ (স্বর্ণ, রূপা, সঞ্চিত অর্থ, বাণিজ্যিক/উৎপাদক মালামাল ইত্যাদি)-এর বার্ষিক ২.৫% জাকাত।

যাবতীয় কৃষি উৎপাদনের ১০% উশর বা ৫% অর্ধউশর।

যাবতীয় খনিজ সম্পদ ও গণিমতের ২০% খুমুছ।

বার্ষিক কুরবানীর পশুর চামড়ামূল্য।

কাফ্ফারা, মান্নত, ফাই, লুকতা।

দেহপ্রতি বার্ষিক ফিৎরা।

ঐচ্ছিকঃ

অতি জরুরী ব্যয়ের অতিরিক্ত যা থাকবে অথবা আয়ের এক তৃতিয়াংশ বা এক দশমাংশ।

মৃত্যুর সময় এক তৃয়াংশের উপর অসিয়ত।

কুরবানী ও আকিকার গোস্ত।

প্রয়োজনে ঋণ করে হলেও অপরের সমস্যা সমাধান করার চেষ্টা করা।

আমি উক্ত আবশ্যিক ও ঐচ্ছিক হক অবশ্যই আদায় করব ইশাআল্লাহ। আপনিও করবেন কি?

বিষয়: বিবিধ

১০৫৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352559
০৩ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কুরবানি ও আকিকার গোস্তের কিছু অংশ সম্ভবত বাধ্যতা মুলক। এক তৃতিয়াংশ না হলেও কিছুটা দিতে হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File