আমি একদিন চলেই যাব

লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ৩১ জুলাই, ২০১৫, ১২:৪৯:২৮ রাত

আমি একদিন চলে যাব

পুষ্পমাখা এই বাতাসের গন্ধ ছেড়ে, রূপালী চাঁদের মিষ্টি হাসি ছেড়ে, দুপুর রোদের কর্কশ চাহনি ছেড়ে।

আমি একদিন চলেই যাব

এই জনারন্যের মানুষ ছেড়ে, মায়ের-ভাইয়ের ভালবাসা ছেড়ে, বাপের-বোনের স্নেহ ছেড়ে।

আমি একদিন চলে যাব

বন্ধুদের সেই আড্ডা ছেড়ে, তোর দেয়া সেই বকুনি ছেড়ে, এক কাপ চায়ের স্মৃতি ছেড়ে।

আমি একদিন চলে যাব

এই পৃথিবীর মায়া ছেড়ে, অনেক হেলার এই কায়া ছেড়ে, সুখ-দুঃখের সব বাধন ছেড়ে।

আমি একদিন চলেই যাব

রংধনুর সাত রং ছেড়ে,অনেক দেখা স্বপ্ন ছেড়ে, প্রতিযোগিতার সব আসন ছেড়ে।

আমি একদিন চলে যাব

পাল তোলা নায়ের বৈঠা ছেড়ে, গায়ের মেঠো পথ ছেড়ে, সবুজঘেরা মাঠ ছেড়ে।

আমি যাব যাবই চলে

সাগর তীরে আচরে পরা ঢেউ এর সেই গর্জন ছেড়ে, শিশির স্নাত ছোট্ট ভোরের হাড় কাপানো শীতের তীব্রতা ছেড়ে, পাখির কন্ঠের ঘুম ভাঙানি মিষ্টি সুরের কলোতান ছেড়ে।

আমি একদিন সত্যিই চলে যাব

ব্যস্ত এই নগর ছেড়ে,পিচঢালা পথের বুকে এলো মেলো পদচিহ্ন ছেড়ে, জীবনের সব আয়োজন ছেড়ে!

বিষয়: বিবিধ

২১২৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332808
৩১ জুলাই ২০১৫ রাত ০৩:৩৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সবাইকে যেতে হবে। ধন্যবাদ..
332839
৩১ জুলাই ২০১৫ সকাল ০৮:৩০
নাবিক লিখেছেন : ভালো লাগলো।
332888
৩১ জুলাই ২০১৫ বিকাল ০৫:৩৮
জবলুল হক লিখেছেন : সবাইকে একদিন যেতেই হবে। এটাই সবচেয়ে কঠিন সত্য।
ভালো লাগলো আপনার কবিতা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File