'জামায়াতে ইসলামী বাংলাদেশে বিজয়ী হবে না'

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০৫ নভেম্বর, ২০১৩, ০২:৪০:৩২ দুপুর

ওপরের কথাটি আমার নয়। ইরানের সাবেক প্রেসিডেন্ট আলী হাশেমী রাফসানজানীর।

ঘটনাটি শুনেছি আমার একজন নির্ভরযোগ্য বন্ধুর কাছে।

নব্বইয়ের দশকে হাশেমী বাংলাদেশ সফরে আসেন। তিনি কবি আল্লামা ইকবালের খুব ভক্ত। তাই, বাংলাদেশের অন্যতম ইকবাল ভক্ত-গবেষক মরহুম অধ্যক্ষ দেওয়ান মুহাম্মদ আজরফ তার ইকবাল সংসদের আরো কয়েকজন সদস্যকে নিয়ে রাফসানজানীর সাথে দেখা করতে যান। এই দলে ছিলেন আমার সেই বন্ধুটি।

তাদের আলোচনার এক পর্যায়ে রাফসানজানী তাদেরকে জিজ্ঞাসা করেন- তোমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল কোনটি?

তারা বলেন- রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামীই সবচেয়ে বড় দল।

তখন রাফসানজানী তাদেরকে জামায়াতে ইসলামী সম্পর্কে কয়েকটি প্রশ্ন করেন, যারা সারাংশ নিম্নরূপঃ

প্রশ্নঃ ১

জামায়াতে ইসলামীর মধ্যে এমন কয়জন বিশ্ববিখ্যাত আলেম আছেন যাদেরকে মুসলিম বিশ্বে অনেকেই চিনেন এবং যারা দ্বীন-দুনিয়ার সমস্যাগুলো বুঝে তার সমাধান বলে দেওয়ার যোগ্যতা রাখেন?

উত্তরঃ (তারা বলেন) জামায়াতে ইসলামীতে সম্ভবত এমন কোন আলেম নেই।

প্রশ্নঃ ২

জামায়াতে ইসলামী কতগুলো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে?

উত্তরঃ একটাও না

প্রশ্নঃ ৩

জামায়াতে ইসলামী কতটা রিসার্স সেন্টার পরিচালনা করে?

উত্তরঃ আপাতত এ রকম কোন গবেষনা কেন্দ্র নেই।

রাফজানজানী এটা শুনে বললেনঃ এই দল কোন দিন বাংলাদেশে বিজয়ী হতে পারবে না।

হলেও অনেক অনেক পরে !!

আমি, ডঃ আবুল কালাম আজাদ, আপাতত এই বিষয়ে কোন মন্তব্য করছি না।

----------------

আমার আগের লেখা ছিলোঃ বাংলাদেশের মোল্লাদের শাসন করার এখনই সময়'

বিষয়: রাজনীতি

২৯৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File