যানজট নিরসনে সেনাবাহিনী নামানো হোক।

লিখেছেন লিখেছেন জাকির বেপারী ২৩ জুলাই, ২০১৩, ১২:৫৬:৫৫ দুপুর



যানজট নিরসনে সেনাবাহিনী নামানো হোক।

ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে যাত্রাবাড়ী-সায়েদাবাদ রোড। কিন্তু এই রাস্তাটি সবসময় যানজটে পরিপূর্ণ থাকে। রোজার মাসেতো বলা বাহুল্য পুরো ঢাকার শহরই যানজটের শহরে পরিনত হয়। এই থেকে পরিত্রানের উপায় কি ? আমার মতে পরিত্রানের উপায় একটাই তা হচ্ছে সেনাবাহিনী। রাজধানীর কুতুবখালী থেকে সায়েদাবাদ পর্যন্ত যদি ৪-৫জন সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয় তাহলে এই যানজট মোটেও থাকবে না। আমরা বিগত সময়েও দেখেছি, সেনাবাহিনী যখন রাস্তায় থকে তখন কোন যানজট থাকে না।

বর্তমান ঢাকা শহরে যে যানজট দেখছেন তা বেশিরভাগই ট্রাফিক পুলিশ দ্বারাই সংগঠিত। ঘুষ খাবার আশায় তাদের নজর থাকে মালবাহী গাড়ির দিকে, তারা মোটেও যানজট নিরসনে কাজ করে না। তাই ট্রাফিক পুলিশকে সংশোদনের জন্য হলেও সেনাবাহিনী নামানো উচিৎ।

বিষয়: বিবিধ

১৩৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File