ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী সাঃ নিয়ে কবিতা

লিখেছেন লিখেছেন জাহিদ হাসান ০৩ জানুয়ারি, ২০১৫, ০৪:৪৩:১৯ বিকাল



মানুষ যখন ছিল সবাই অন্ধকারে পড়ে

মহানবী সাঃ এলেন তখন আমিনারই ঘরে।

হালিমার দুধ খেয়ে বেড়ে উঠলেন তিনি

আল-আমিন নামে খ্যাতি তার আমরা সবাই মানি।

নীতি এবং নৈতিকতায় ছিলেন তিনি সেরা

মনটা ছিল তার মায়া মমতায় ঘেরা।

সমাজ থেকে দূর করতে অন্যায় অবিচার

হিলফুল ফুযুল সংগঠনটি ছিল শুধু তার।

অশ্লীলতা বেহায়াপনায় ছিল না তার রেশ

সমাজের লোকেরা তাই বলত আহা বেশ।

অহি যখন আসল নবী সাঃ ঘাড়ে

মক্কার কাফিররা তখন কি আর পারে।

ক্ষমতার লোভে তারা তলোয়ার বের করে

রাসূল তখন কোরআন নেয়ে যায় সবার ঘরে।

ঘরে ঘরে উঠে তখন ইসলামেরই হাক

কাফিররা বলে তখন সন্ত্রাসীদের ডাক।

বদরের বুকে হয়ে গেল ইসলামেরই জয়

মূর্তি পুজার রক্ষকদের হয়ে গেল ক্ষয়।

আসুন মোরা সবাই মিলে একটি কথাই কই

সকল কিছুর বিনিময়ে নবীর পথে রই।

বিষয়: বিবিধ

২০৫২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298980
০৩ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৮
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো রাসুল (স.) কে নিয়ে কবিতাটা। Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File