পবিত্র রমজানে ইফতারি প্রথা গ্রাম্য সালিশের মাধ্যমে নিষিদ্ধ করা হোক

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০২ জুলাই, ২০১৫, ০৬:৫০:১৯ সন্ধ্যা



আমাদের সমাজে ভয়াবহ আকার ধারণ করেছে ইফতারি প্রথা নামের সমাজিক এই ব্যাধি। মেয়ের বাবা মায়ের ঘুম নষ্ট করেছে এই ব্যাধি। এক সময় ছিল ২- ৩ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ আর এখন ১০ -২০ হাজারে গিয়ে পৌছেছে । লক্ষ্য লক্ষ্য টাকা খরছ করে মেয়ের বিয়ে দেবার পর মেয়ের বাবা মা শান্তিতে থাকতে পারেনা। আর এই অশান্তির কারণ সমাজের কুসংস্কার।

ইফতারি প্রথাকে আমি কুসংস্কার বলতে একটু ও কার্পন্য করতে পারিনা কারণ এটা সমাজের জন্য অশান্তির কারণ। কোনো রকমের অশান্তি সংস্কৃতির অংশ হতে পারেনা। সংস্কৃতি সুন্দর ও শান্তির হলে পরে সমাজের জন্য মঙ্গল। যে সমাজের সংস্কৃতি যত উন্নত এবং শান্তির সে সমাজ ততই সামাজিক ক্ষেত্রে এগিয়ে রয়েছে। সমাজের শান্তির জন্য অন্তত এই ব্যাধি দূর করতে হবে সমাজ থেকে।

বাধ্য করে ইফতারি দেওয়ানো কখনো রমজানের পবিত্রতা রক্ষার মধ্যে পরেনা। রমজানের পবিত্রতা রক্ষা হবে তখন যখন অন্যকে কষ্ট থেকে রক্ষা করা অশান্তি থেকে সরিয়ে নিয়ে আসা।

এখন সময়ের দাবি পবিত্র রমজানে ইফতারি প্রথা গ্রাম্য সালিশের মাধ্যমে নিষিদ্ধ করা হোক। গ্রাম্য সালিশে ঘোষণা করা হোক আগামী থেকে যে বা যারা এই ফালতু সংস্কৃতি লালন করবে সে গ্রাম্য সালিশের মাধ্যমে শাস্তি পাবে। তবে আপনজনকে নিয়ে ইফতার করা আর বাধ্যতা মূলক ইফতারি প্রথা এক নয়।

বিষয়: বিবিধ

১২১২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328329
০২ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
শেখের পোলা লিখেছেন : শুধু ইফতারী প্রথা বলেন কেন? শুনেছি আপনাদের সিলেট, কুমিল্লা, চিটাগাংএ এমন অনেক কিছুর মাধ্যমে বড়লোকেরা নিজের সম্পদের বাহাদুরী দেখায় যা সমাজে অশান্তি আনে আর তা গরীবের গলায় আনে ফাঁস৷ অর্থ শালীরাই পারে একে বন্ধ করতে৷
০২ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
270634
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সব বিষয়ে লিখেছি ,আজ শুধু ইফতি নিয়ে লিখা।
আপনার সাথে এক মত ,ধন্যবাদ
০২ জুলাই ২০১৫ রাত ০৯:৫৯
270646
মাজহারুল ইসলাম লিখেছেন : শেখ ভাইয়ের সাথে একমত।
328350
০২ জুলাই ২০১৫ রাত ১০:০০
মাজহারুল ইসলাম লিখেছেন : ইফাতারি দেওয়া শেষ, এখন আসবে ঈদের জামাকাপড় দেওয়ার চিন্তা।
০২ জুলাই ২০১৫ রাত ১০:২৮
270650
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন সমাজের সর্বত্রে এখন কুসংস্কার
328362
০২ জুলাই ২০১৫ রাত ১১:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু ইফতারি না আরো অনেক কুপ্রথা বন্ধ হওয়া উচিত।
০৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
270823
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার সাথে একমত
328404
০৩ জুলাই ২০১৫ রাত ০৩:২৩
ক্ষনিকের যাত্রী লিখেছেন : এসব কুপ্রথা ধনীরা বানায়, আর গরীবরা সমস্যার সম্মুখীন হয়! সচেতনমূলক পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ। Good Luck Good Luck Good Luck Good Luck
০৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
270824
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
328560
০৪ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫০
শারমিন হক লিখেছেন : কি জানি ।এসব আমাদের এলাকায় কখনও দেখিনি।এগুলো যেখানেই থাকুক বন্ধ হওয়া দরকার।
০৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
270825
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের এলাকায় অনেক বেশি
329943
১৪ জুলাই ২০১৫ দুপুর ০৩:২৫
হতভাগা লিখেছেন : যত দোষ সব গ্রাম ঘোষ

চক বাজারকে রেহাই দিচ্ছেন কেন ?

বড় বাপের পোলারা খায় বা বড় লোকের মায়েরা খায় - এসব কি সাধারণ আইটেম ?
১৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
272229
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আসলে মূলত ইফতারি প্রথা গ্রামে চলে বেশি আমি গ্রামের ছেলে। তবে হ্যা শহরে সেটা ভিন্ন পদ্ধতিতে। ইনশা আল্লাহ আগামিতে সেটা নিয়ে লিখব ।Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File