মনে কষ্ট পাই

লিখেছেন লিখেছেন ইবনে হাসেম ২৫ আগস্ট, ২০১৪, ১০:৪৬:১১ সকাল

মনে অনেক কষ্ট পাই, যখন দেখি যাদেরকে অতি আপন ভেবে ব্লগ বা ফেবুতে পাওয়া কোন গুরুত্বপূর্ণ স্টেটাস বা লিখা তাদের জন্য আনন্দের খোরাক হবে বা ভালো লাগবে ভেবে নিয়মিত শেয়ার করি, কিন্তু প্রতি উত্তরে তারা সামান্য 'ধন্যবাদটুকু' জানাতেও কৃপণতা করে থাকেন। (ফেবুতে তা 'লাইক' দেয়ার মাধ্যমেও সম্পাদন করা যায়)। তাঁরা এটা কেন ভাবেন না যে -

(১) এভাবে চুপ থাকাটা কিছুতেই আমাদের প্রিয় রাসূলের (সাঃ) সুন্নাত নয়;

(২) এতে করে প্রকারান্তরে কি তাঁরা এটা প্রমাণ করলেন না যে- ওহ! এটা তো আমার আগে থেকেই জানা আছে, তুমি নুতন করে কি জানাবা? অতি সুক্ষ্ণভাবে হলেও এখানে জ্ঞানের অহংকার প্রকাশের সম্ভাবনা একশত ভাগ। শেয়ারকারীর মনে এমন ধারণার যাতে উদ্রেক না হয়, সেজন্য অন্ততঃ এটুকু তো জানানো যায় যে, "ধন্যবাদ, তবে আমি এটা আগেও পড়েছি/দেখেছি..."।

এনাদের নির্লিপ্ততা দেখে মাঝে মাঝে মনে এমন ভাবের উদয় হয় যে, আমি যেভাবে তাদেরকে আপনজন ভাবছি, তারা হয়তঃ আমাকে সেরকম আপন ভাবছেন না। তাই আমার শেয়ারকৃত স্টেটাস এর জন্য কোন জবাব দেয়াটাকে সময়ের অপচয় বলে ভাবছেন না তো? কিন্তু, এমনো কি সম্ভব? আমি মানুষ হিসেবে খারাপ হতে পারি। কিন্তু জানার আওতায় আমি কখনো কারো মনে কষ্ট দিয়েছি বলে তো মনে পড়ে না। আমাদের রাসূল (সাঃ) বলেছেন, কারো সাথে হাসিমূখে সাক্ষাৎ করে দুটো ভালো কথা বলাও সওয়াবের কাজ। তাহলে, এই যে এতো এতো ভালো ভালো স্টেটাস /লিখা শেয়ার করেও যখন কারো নিকট থেকে তার জবাবে 'পেয়েছি' নামক শব্দটিরও দেখা মেলেনা, তখন সন্দেহ হয় রাসূলের বিখ্যাত ঐ হাদিসটি কি তাহলে এ যুগে অচল হয়ে গেল?

তবে বন্ধু বান্ধবদের/নিকটজনদের মাঝে এমনো অনেকে আছেন, যাঁরা হয়তঃ অাদর্শগতভাবে বিপরীত মেরুতে অবস্থান করছেন। তাঁদের কথা আলাদা, তাঁরা জবাব না দিলেও তাতে মনে কষ্ট পাবার কথা নয়। তবে তাদের মাঝে এমনো দু/একজন আছেন, যাঁরা তাঁদের আদর্শের বিপরীত কোন স্টেটাস পেলে বিরক্ত হয়ে বলেই ফেলেন, "ভাই, প্লিজ ঐ সব হাবিজাবি আমাকে পাঠাবেন না, আমি খুব ব্যস্ত মানুষ, পড়ার সময় পাইনা, অযথা ইনবক্স জ্যাম হয়ে থাকে....।" তবু ভালো, এ ক্যাটাগরীর মানুষগুলো কিন্তু আমার মনে হয় এতক্ষণ বর্ণিত অন্যসব ক্যাটাগরীর মানুষগুলো থেকে নৈতিক দিক থেকে এক ধাপ এগিয়ে আছেন। তাঁরা অন্ততঃ তাঁদের আদর্শের বা নীতির সাথে যায় না, এমন কিছু পাঠাতে নিষেধ করে, তাদেরও সময় বাচান, আমারো সময় বাঁচান। কিন্তু অন্য বন্ধুরা যাঁরা আদর্শগতভাবে কাছের, কিন্তু কখনোই 'পেয়েছি' এ বাক্যটুকু জানানোর ও প্রয়োজন বোধ করেন না, তাঁদের সম্পর্কে কি বলবো?

আল্লাহ, এমন অবস্থা থেকে আমাকে নিষ্কৃতি দেবার জন্য তোমার দরবারে আকুল আবেদন জানাই।

বিষয়: বিবিধ

১২২৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258026
২৫ আগস্ট ২০১৪ সকাল ১০:৫৭
বেআক্কেল লিখেছেন : আমনের কথা ঠিক! কিছু কিছু অল্প শিক্ষিত মাইনষের বিদ্যা বুদ্ধি দেইখাই তো আমি বে-আক্কেল হইয়া রইলাম।
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:০৮
201690
ইবনে হাসেম লিখেছেন : ঐভাবে কইয়েন না প্লিজ। আবার আমাগো "আধাশিক্ষিত মানুষ" ভূল না বুজেন..
258027
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:০৩
সন্ধাতারা লিখেছেন : May Allah gives us right way to think doing our activities correctly. I am sharing and experiencing same pain. Jajakallahu khair vaiya for your important post.
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:০৯
201691
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying Crying Crying
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:১০
201692
ইবনে হাসেম লিখেছেন : Apu you are really great. Your inspiring comments give me strength to stick to the blog, though several times it seemed that its time to move....
258028
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:০৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভাইয়া...... আমি কি আপনার প্রিয় জন/ আপন জন? আমি কিন্তু পড়লে মন্তব্য ক্রার চেষ্টা করি যদি মন ভালো থাকে। আমি আগেথেকে জানি এমন লেখা দেখলেও খুশি হয়..... এই ভেবে যে

২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:২৯
201698
ইবনে হাসেম লিখেছেন : অবশ্যই, আপনি আমার আপনজনদের মাঝে একজন। ধন্যবাদ, অনন্য সুন্দর মন্তব্য প্রদানের জন্য।
258031
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:০৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : তবে আমি একটুক্রে অলস Winking তাই বেশি লম্বা লেখা হলে পালিয়ে যায় I Don't Want To See I Don't Want To See তবে পর্ব ক্রে দিলে পড়তে পারি Day Dreaming
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:৩০
201699
ইবনে হাসেম লিখেছেন : করে টা ক্রে হয়ে যায় কোন সময়ে?Crying
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:৫১
201710
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : যখন মাথায় দুষ্টুমি গিজ গিজ ক্রে, তখন করে টা ক্রে হয়ে যায় Winking Tongue phbbbbt
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৫
202042
ইবনে হাসেম লিখেছেন : Happy Happy
258038
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:৪০
কাহাফ লিখেছেন : এক্ক্বেবারেই ঠিক কইছুন আফনি........
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৭
201714
ইবনে হাসেম লিখেছেন : চেষ্টা করি ঠিক কতা কইতে, সেইজন্যই তো দেখেন বেশী কতা কইনা ব্লগে...
258048
২৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩৩
আজিম বিন মামুন লিখেছেন : সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন।তবে এটাও মহাসত্যি,আপনি যত ভাল থেকে অধিকতর ভাল কিছু পোষ্ট/শেয়ার করবেন,দেখবেন লাইক/কমেন্টও তত কমে আসবে।আমার মনে হয় কি,ব্যাপারটাতে এটা বোঝা যায় যে,আপনি কতটা ভাল জিনিস পোষ্ট করেছেন।আপনার কাজ আপনি করে যান।আল্লাহ উত্তম প্রতিফলদাতা।আমি দাড়ি নিয়ে একটা পোষ্ট লিখেছিলাম একবার কমেন্টের অবস্হা দেখলেই আমার কথাটার সত্যতা বুঝতে পারবেন।ধন্যবাদ।
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৩
202040
ইবনে হাসেম লিখেছেন : কেন যেন আসলে ব্লগের আগের সেই শক্তিশালী লিখক/লেখিকারাও আসা বন্ধ করে দিয়েছেন, তাই ব্লগটা এখন আগের মতো তেমন জমছেনা। দোয়া করে যাতে নুতনরা এটাকে আগের মতো জমিয়ে তুলতে পারেন। ধন্যবাদ
258065
২৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪১
202039
ইবনে হাসেম লিখেছেন : আপনাকে ধন্যবাদ, নিয়মিত মন্তব্য প্রদানের জন্য।
258105
২৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৬
আফরা লিখেছেন : আমার কারনে মনে কোন কষ্ট পেলে ভাইয়া আমি অনেক সরি -- কারন আমি দেখলাম আমি আপনার কয়েকটা লিখা মিস করেছি ।ইনশা আল্লাহ সামনে আর হবে না ।
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪০
202038
ইবনে হাসেম লিখেছেন : আরে না, তুমি না্। এখানে তো আমি এমনিতে এখন কম-ই আসি। মানে সময় হয়ে ওঠে না। তবে ফেসবুকে বেশী যাই। ফেবুতেই শেয়ার বেশী করে থাকি। ভালো থেকো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File