ঈদের কবিতা লিখার অনুরোধের জবাবে!!

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ১৭ জুলাই, ২০১৫, ১০:৫১:৪৩ রাত

বাগিচায় এক হলদে পাতা বলল আমায় ডেকে

বসন্ত আজ চলে গেছে আমার জিবন থেকে।

ভ্রমণ কারিরা আমায় যেন ফেলে না দেয় ছুঁড়ে

আমার শাখা থাকে তাজা তাদের স্মৃতি জুড়ে।

ছোট্ট এই পাতা টুকু আমায় করেছে বেকারার

বাগানে আমি দেখছি এখন বসন্তের হাহাকার।

শরতে আমি কাঁদছি যে বসন্তের আশায়

কেমন করে ঈদের খুশি আসবে আমায়।

উজাড় হয়ে গেছে যে সেই দিনের পানশালা

আমি শুধু ভেবে যে যাই সেই পানিয়র কথা।

শুনছি মোরা আনন্দ আর খুশির কথা আজ

ঈদের চাঁদ হাসছে বাঁকা দেখে মোদের কাজ

(ঈদ পর শায়েরি লিখনে কই ফরমাশ কে জওয়াব মে-আল্লামা ইকবাল)

বিষয়: বিবিধ

১২২৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330427
১৮ জুলাই ২০১৫ রাত ১২:০২
আফরা লিখেছেন : কবিতাটা ভাল লাগছে । প্রথমে মনে করেছিলাম আপনি লিখেছেন থাক তবু সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া ।
১৮ জুলাই ২০১৫ রাত ১২:৩৬
272640
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকে ধন্যবাদ ও ঈদ মুবারক।
এটা আল্লামা ইকবাল কে অনুবাদ এর একটা অক্ষ্ম প্রচেস্টা!!!
330433
১৮ জুলাই ২০১৫ রাত ১২:২৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দারুণ কবিতা। শুভ কামনা কবির জন্য, কিন্তু ইদানীং কবি হয়ে ওঠার কারণটা বুঝতেছি না!
১৮ জুলাই ২০১৫ রাত ১২:৩৮
272641
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শেষ লাইনটা পড়েন নাই মনে হয়!!!
আমার লিখা তো না। আর আপনাদের সংস্পর্শে এসে এই অধঃপতন হচ্ছে। বুজছেন!!!!
১৮ জুলাই ২০১৫ রাত ১২:৫২
272642
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ঐতো একই কথা, অনুবাদের জন্যও কবিত্ব শক্তির প্রয়োজন হয়। আমাদের সংস্পর্শ? হাহাহাহা....
330443
১৮ জুলাই ২০১৫ রাত ০১:০৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ঈদ মোবারক।
১৮ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৮
272709
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওয়ালাইকুমআসসালাম। ঈদ মুবারক।
330494
১৮ জুলাই ২০১৫ দুপুর ০১:৪৩
আব্দুল গাফফার লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ঈদ মোবারক। Good Luck Good Luck
১৮ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৯
272710
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওয়ালাইকুমআসসালাম। ঈদ মুবারক।
331014
২১ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : সুন্দর! আপনি অনুবাদ করেছেন?
২১ জুলাই ২০১৫ রাত ০৯:৫৮
273260
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ। জি আমিই অনুবাদ করেছি তবে মূল উর্দু থেকে নয় ইংরেজি থেকে।
331031
২১ জুলাই ২০১৫ রাত ০৯:৪৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আল্লামা ইকবালের কবিতা??? আপনাকে ধন্যবাদ দিতেই হয়য়য়য়!
২১ জুলাই ২০১৫ রাত ০৯:৫৮
273261
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদদদদদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File