এগিয়ে আসছে দুষ্টু পোলা ও সুশীল

লিখেছেন লিখেছেন হতভাগা ০১ জানুয়ারি, ২০১৫, ১২:২৪:৫২ দুপুর



সর্বোচ্চ মন্তব্যকারী (এক সপ্তাহের) অপশনটি যখন চালু হল তখন সেই মুহূর্তে আমি ছিলাম শীর্ষে

এই অপশনটা ব্লগে মন্তব্য করার আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে সন্দেহ নেই । যারা কমেন্ট করার ব্যাপারে একেবারে কৃপন ছিল তারাও এখন কমেন্ট করে যাচ্ছে ।

তবে এটার যে একটা নেগেটিভ দিক আছে তা আমি এতদ সংক্রান্ত বিভিন্ন পোস্টে বিভিন্ন সময়ে মন্তব্য করেছি । কারণ টুমরোতে আছে কুইক মন্তব্যের অপশন । হয়ত যারা খুব বিজি তাদের কথা চিন্তা করেই হয়ত এটা রাখা হয়েছে । এখানে ভাল ভাল কথাই অপশনে রাখা হয়েছে ।

কিন্তু এখন সর্বোচ্চ মন্তব্য কারীর অপশন চালু হবার ফলে এটার মারাত্মক অপব্যবহার দিনকে দিন বেড়েই চলেছে

ব্লগে এমন কিছু ব্লগার আগেই ছিল এবং নতুন এসেছে যারা কোন পোস্টে নিজস্ব কোন মন্তব্য না করে কুইক মন্তব্য করেই পার হয়ে যায় । অনেক সময় পোস্টে ঢুকলে দেখা যায় যে প্রথম কমেন্টটাই হল কুইক কমেন্ট দিয়ে করা । এরা অনেক সময় পোস্ট না পড়েই প্রথম মন্তব্যকারী এবং মন্তব্য সংখ্যা বাড়ানোর জন্যই এরকমটা করে থাকে ।

ব্লগে পোস্ট আসবে , আসবে তার পক্ষে বিপক্ষে কমেন্ট কমেন্টারদের কাছ থেকে। এভাবে পোস্ট তথা ব্লগটা উপভোগ্য হয়ে উঠবে ।

এটাই একজন ব্লগের ব্লগারের কাছ থেকে এক্সপেক্টেশন হওয়া উচিত।

বিষয়: বিবিধ

১৩২৯ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298544
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৫২
নোমান২৯ লিখেছেন : জন্মের খবরও তাদের ভাল লাগে মৃত্যুর খবরও তাদের ভাল লাগে !
#ব্লগে পোস্ট আসবে , আসবে তার পক্ষে বিপক্ষে কমেন্ট কমেন্টারদের কাছ থেকে। এভাবে পোস্ট তথা ব্লগটা উপভোগ্য হয়ে উঠবে ।

এটাই একজন ব্লগের ব্লগারের কাছ থেকে এক্সপেক্টেশন হওয়া উচিত।
সহমত । ধন্যবাদ আপনাকে ।
০১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:০৬
241765
হতভাগা লিখেছেন : সবারই নিজস্ব কমেন্ট করার দিকে নজর রাখা উচিত । তাহলে জ্ঞানের বিস্তার হবার সম্ভাবনা থাকে।
298553
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:২০
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : এই টপিকে আমি একটি পোষ্ট করেছিলাম সেটা কী মনে পড়ে আপনার? আর আমি এ যাবত্‍ যত মন্তব্যকারী দেখেছি তাদের ভেতর সবচেয়ে বেশি বিশ্লেষনধর্মী মন্তব্য দেখেছি আপনাকে। এছাড়াও আছেন কয়েকজন।
০১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:০৮
241766
হতভাগা লিখেছেন : আমি মন্তব্য করার সময় চেষ্টা করি নিজস্ব মতামত ব্যক্ত করার যা ম্যাক্সিমাম সময়েই লেখকের বিপরীতেই হয় এবং ক্যাচাল মার্কা হয় ।
298560
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : কুইক মন্তব্যকে মন্তব্য হিসেবে কাউন্ট না করার সিস্টেম চালু করা যেতে পারে।
০১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:২১
241737
ইবনে হাসেম লিখেছেন : ঠিক বলেছেন।
০১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:০৯
241767
হতভাগা লিখেছেন : কুইক মন্তব্য উঠিয়ে দেওয়া উচিত
298561
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনার সাথে সহমত। কোন লেখকই কুইক মন্তব্য পছন্দ করেন না। সবাই চায় তার লেখাটাতে ছোট করে হলেও ভালো মন্তব্য পেতে। এত কষ্ট করে লেখা লিখে যদি মূল্যায়ন না পায় তাহলে তার মন খারাপ হয়। তাই আমি অন্তত চেষ্টা করি কিছু বলতে।
০১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:১৮
241770
হতভাগা লিখেছেন : পোস্ট দাতারও উচিত বিশাল লেখা না লিখা । এতে ব্লগাররাও পোস্ট পড়তে আগ্রহী হয় না ।

ছোট বা মাঝারি সাইজের পোস্ট দেওয়া হলে পড়তে সুবিধা হয়
298562
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৫
কাহাফ লিখেছেন :
সব সময় কুইক মন্তব্য একঘেয়ে করে দেয় 'ব্লগ পরিবেশ'এতে সন্দেহ নেই! কিন্তু নতুন অবস্হায় সাহসের কমতি বা যথার্থ মন্তব্য না হওয়ার ভয়ে অনেকে কুইক মন্তব্য করে! আমিও কিছুটা করেছি! আপনাদের সতর্ক সহযোগি মনোভাবে আজ এই পর্যন্ত!
সবার মাঝে সুন্দর পরিবেশ বজায় রাখার আগ্রহ সৃষ্টি হোক-এই প্রত্যাশা!!
০১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:২০
241772
হতভাগা লিখেছেন : যারা ব্লগে আসে তাদের ভয় থাকবে কেন ? যথার্থ মন্তব্য না করতে পারলে কি পোস্ট দাতা খেয়ে ফেলবে নাকি ?
298585
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:০৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ঠিক বলেছেন হতভাগা ভাই। সুশীল ভাইকে আমার কয়েকটি লেখায় এমনটা পেয়েছি। ‘ভালো লাগলো অনেক ধন্যবাদ’ আমিও ঠিক একই রিপ্লাই দিয়েছি।
আমি কয়েকটা কমেন্টে বলেছিও কয়েক জনকে।
০১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:২৩
241773
হতভাগা লিখেছেন : এরা ছাড়াও চোথাবাজ ও গেরিলা নামে দুইজন ব্লগার আছে যারা এরকম
০১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:২৩
241774
হতভাগা লিখেছেন : এরা ছাড়াও চোথাবাজ ও গেরিলা নামে দুইজন ব্লগার আছে যারা এরকম
298589
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:২৩
ঈগল লিখেছেন : লেখার বিষয় বস্তু না বুঝেই যারা মন্তব্য করে, আশা করছি আপনার পোস্টটি পড়ে তারা লজ্জিত হবে।
০১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:২৫
241775
হতভাগা লিখেছেন : জ্বী না , এরা কখনও শুধরাবে না । দেখেন নিচে এসে হাজির । এখানেও ইমোটিকনের সাহারা নিয়েছে কমেন্ট করতে।
298600
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪১
সুশীল লিখেছেন : সুশীল Rolling on the Floor Rolling on the Floor
০১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:২৮
241776
হতভাগা লিখেছেন :


মনটা চাইতাছে ....
298639
০১ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৫১
আফরা লিখেছেন : খুব দ্রত এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সুশীল ও দুষ্ট পোলা বিডি ব্লগে । বিডি ব্লগের সকল ব্লগার ও মডারেটরবৃন্ধকে সতর্ক করা হচ্ছে যে কোন সময় এই দুই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে তাই রেডিও টিভি(হতভাগা ভাইয়া ) অন রাখন ও সবাই যার যার ঘরে অবস্থান করুন যাতে মহা বিপদ সংক্ষেত পাওয়ার সাথে সাথেই এই দুই ঘূর্ণিঝড়ের উপর সমবেত ভাবে ঝাপিয়ে পড়তে পারেন ।( এ টুকু ফান করলাম )

আসলে কুইক কমেন্ট আমার ও ভাল লাগে না তবে কিছু কিছু পোষ্ট আছে যেগুলোতে এটা বলা ছাড়া বলার ও কিছু থাকে না । আর আমার যেহেতু ভাষাগত দিক দিয়ে একটু দূর্বলতা আছে তাই অনেক সময় কুইক কমেন্ট করি তবে উনাদের মত নয় মাঝে মাঝে ।

ধন্যবাদ হতভাগা ভাইয়া সুন্দর পোষ্টের জন্য ।
০১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:২৯
241777
হতভাগা লিখেছেন : একজনের জন্য ২ নং দূরবর্তী সংকেত , আরেকজনের জন্য ৮ নং মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে
১০
298668
০১ জানুয়ারি ২০১৫ রাত ১০:৫৭
অনেক পথ বাকি লিখেছেন : ব্লগারটার মন্তব্য না করলে তারা তো ফাকা মাঠে গোল দিবেই। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৪২
242422
হতভাগা লিখেছেন : এরা আগে এসেই বসে থাকে । যেটা অফসাইডেরই নামান্তর।
১১
299471
০৬ জানুয়ারি ২০১৫ সকাল ১১:১৬
মিরন লিখেছেন : ভাল লেখার প্রসংসা আর মন্তব্য না করলে লেখক তার লেখার আগ্রহ হরিয়ে ফেলে,
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৪৫
242423
হতভাগা লিখেছেন : শুধু কুইক মন্তব্যের ''ভালো লাগলো , ধন্যবাদ'' এসব পাবার জন্য অনেকে পোস্ট করে থাকেন । তাদের স্তাবক মার্কা কিছু ব্লগার থাকে তারা এসব রেডি কমেন্ট করে উনাদের স্নেহধন্য হবার চেষ্টা করেন ।

বেমক্কা কমেন্ট উনারা বরদাস্ত করতে পারেন না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File