ধন্যবাদ তুহিন মালিক

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৭ মার্চ, ২০১৬, ০৭:১৯:১৯ সন্ধ্যা

রাষ্ট্রধর্ম ইসলামের বৈধতা চ্যালেঞ্জ করা রিট

মামলাটি সম্পুর্নভাবে অকাযর্কর ঃ তুহিন মালিক

টুডে ডেক্স ঃ

বিশিষ্ট কলামিস্ট, সংবিধান বিশেষজ্ঞ ড তুহিন মালিক

বলেছেন, রাষ্ট্রধর্ম ইসলামের বৈধতা চ্যালেঞ্জ করা রিট

মামলাটি সম্পুর্নভাবে অকাযর্কর।

তিনি ফেসবুকে লিখেছেন,

•রাষ্ট্রধর্ম ইসলামের বৈধতা চ্যালেঞ্জ করা রিট

মামলাটি সম্পুর্নভাবে অকাযর্কর।

•১৯৮৮ সালে জাতীয় সংসদে সংবিধানের অষ্টম

সংশোধনীর মাধ্যমে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলামকে

সংযুক্ত করা হয়।

•এ বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৮৮ সালে রিট

দায়ের করা হয়।

•এই রিটের প্রধান দাবী ছিল, রাষ্ট্রধর্ম ইসলামের

বিধানটি সংবিধানের ২৮ অনুচ্ছেদে বনির্ত 'বৈষম্য মুক্ত

নীতির' সাথে সাংঘর্ষিক।

•কিন্তু আওয়ামী লীগ সরকার বিগত ২০১১ সালে

সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশের মাধ্যমে এই

বৈষম্য দুর করে সকলের জন্য সমঅধিকারের বিধান যুক্ত করে

বলে, ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ,

খ্রিস্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও

সমঅধিকার নিশ্চিত করবে’।

•তাই ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশের

পর, পুর্বের বৈষম্যমুলক বিধানটি না থাকার কারনে, ২৮ বছর

আগের দায়ের করা মামলাটি এখন সম্পুর্নভাবে আইনী

ভাষায় "ইনফ্রাকচুয়াস" বা অকাযর্কর।

•এরকম অকাযর্কর কোন মামলা উচ্চ আদালতে গ্রহণযোগ্যতা

পাওয়ার কোন নজীর নাই । এরকম রিট সরাসরি

খারিজযোগ্য।

•তাছাড়া গতবছরের ৭ই সেপ্টেম্বর রাষ্ট্রধর্ম ইসলামের

বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী সমরেন্দ্র নাথ

গোস্বামীর দায়ের করা একইরকমের আরেকটি রিট

খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। তাই উচ্চ আদালত কর্তৃক

একবার নিষ্পত্তি করা বিষয়ে নতুন করে আবার শুনানির

কোন সুযোগই নাই ।

বিষয়: বিবিধ

৯১৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363822
২৭ মার্চ ২০১৬ রাত ০৮:১১
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো লেখাটির জন্য ধন্যবাদ ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশের পর, পুর্বের বৈষম্যমুলক বিধানটি না থাকার কারনে, ২৮ বছর আগের দায়ের করা মামলাটি এখন সম্পুর্নভাবে আইনী ভাষায় "ইনফ্রাকচুয়াস" বা অকাযর্কর। এরকম অকাযর্কর কোন মামলা উচ্চ আদালতে গ্রহণযোগ্যতা পাওয়ার কোন নজীর নাই। এরকম রিট সরাসরি খারিজযোগ্য।
363833
২৭ মার্চ ২০১৬ রাত ০৮:৩১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
363838
২৭ মার্চ ২০১৬ রাত ০৯:০৪
শেখের পোলা লিখেছেন : বর্তমানের কাজী সাহেবরা কি করবেন, তাদের অনেক ক্ষমতা দিনকে রাত আর রাতকে দিন করে দিতে পারেন৷
363855
২৭ মার্চ ২০১৬ রাত ১১:১৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কথা সত্য বলেছেন।
363925
২৮ মার্চ ২০১৬ রাত ১০:৫৭
মো সারোয়ার হোসেন লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File