পবিত্র ভাবনা

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৮ মার্চ, ২০১৬, ০৭:৩৬:১৩ সন্ধ্যা

হৃদয়ের মসজিদে পবিত্র ভাবনারা

শব্দের ডালিতে রামধনু রং নিয়ে

তসবিহর পসরা সাজায়।

ইসলাম নামে যেই ধর্মের বিশ্বাস

আমাকে দিওয়ানা করে দেয়।

এইযে অনুভূতি . এই যে প্রশান্তির ছোঁয়া

কার সাথে দেব বল তুলনা যে এর?

কবিতার ছন্দ কি পারে তার রূপ ধরে

বোঝাতে এ মদির সুধা পিয়ানোর সুখ?

গান কি গো সুরে সুরে

ময়ূরী পেখম তুলে

নৃত্য করেও যদি যায় .

তাহলেও হবেনা এ সুখের প্রকাশ কভু

মিছে মিছি ঝড় তোলা ভাব দরিয়ার |

বিষয়: সাহিত্য

৯৩৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362853
১৮ মার্চ ২০১৬ রাত ১১:৫৮
অবাক মুসাফীর লিখেছেন : চেতনাবিলাসেরা পবিত্র ভাবনা গুলো লিখবে না, তারা লিখবে টগবগে সব চেতনা নিয়ে, বাজারে ওগুলোর উপযোগ বেশি...
362953
১৯ মার্চ ২০১৬ রাত ০৮:৫৯
কুয়েত থেকে লিখেছেন : লেখাটি কুবই ভালো লাগলোইসলাম নামে যেই ধর্মের বিশ্বাস আমাকে দিওয়ানা করে দেয়। এইযে অনুভূতি . এই যে প্রশান্তির ছোঁয়া কার সাথে দেব বল তুলনা যে এর? ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File