হায় দেশ! হায়রে দেশের মুক্তিযোদ্ধা! !

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৩ মার্চ, ২০১৬, ০৮:২৪:০৬ রাত

মুক্তিযুদ্ধের চেতনাধারীরা বলে থাকেন মুক্তিযোদ্ধারা নাকি এদেশের শ্রেষ্ঠ সন্তান | তাদের নিয়ে এদেশের সেকুলার রাজনীতিকরা মাঠে ময়দানে কিংবা গনমাধ্যমে আবেগ মথিত বক্তৃতার ঝড় তোলেন| আসলে ধর্ম আর পরোকালকে অবিশ্বাসকারী এসব নেতারা যে মুক্তিযোদ্ধাদের নিয়ে মূলত ব্যবসা করেন আজকের ঘটনায় সেটা আরেকবার প্রমাণিত হল।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে তাঁর

কার্যালয়ের সামনে আত্মহত্যা !!!

গত দুই দিন ধরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তার

কার্যালয়ের সামনে অপেক্ষা করছিলেন। কিন্তু শেষ

পর্যন্ত প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে নুরুল ইসলাম নামে এক

ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি একজন

মুক্তিযোদ্ধা ও গোপালগঞ্জের গণগ্রামের বাসিন্দা

বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর

কার্যালয়ের পেছনের গেট লুকাস ব্যাটারি মোড়ের

সামনে থেকে বিষপান করা অবস্থায় পুলিশ তাকে উদ্ধার

করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। পরে দুপুর

পৌনে ১২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক

বাকের নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ওই হাসপাতালের কর্তব্যরত ইনটার্ন

চিকিৎসক ফারজিনা জাহান বাংলামেইলকে জানান,

ইসিজি করার আগেই নুরুল ইসলাম নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।

এদিকে তেজগাঁও থানার এসআই মামুন শাহ

বাংলামেইলকে জানান, খবর পেয়ে লুকাস ব্যাটারির

মোড় থেকে মুখে ফেনা বেরুনো অবস্থায় নুরুল ইসলামকে

উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত

ঘোষণা করেন। পুলিশের ধারণা তিনি বিষাক্ত কিছু পান

করে আত্মহত্যা করেছেন।

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এ ব্যাপারে

বিস্তারিত জানা যাবে। তবে কী কারণে তিনি

আত্মহত্যা করেছেন তা জানা যায়নি বলে জানান এসআই

মামুল।

বিষয়: বিবিধ

৯৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File