ইঁদুর ও চাষী

লিখেছেন লিখেছেন সালমা ২৭ মার্চ, ২০১৮, ০৭:৫১:৩০ সন্ধ্যা

একদিন একটি ইঁদুর এক চাষীর ঘরে বাসা বেঁধে ছিল।

ইঁদুরটি দেখলো চাষী আর তার স্ত্রী থলে থেকে একটা জিনিস বের করছে।

ইঁদুর ভাবলো থলের ভিতর নিশ্চয়ই কোন খাবার আছে, তাই সে গুটি গুটি পায়ে এগোলো। এগিয়ে দেখলো সেটা খাওয়ার জিনিস নয়, সেটা ছিল একটা ইঁদুর ধরার কল।

কলটি দেখে ইঁদুর ভয়ে পিছাতে থাকলো। ইঁদুর বাড়ির পিছনের খোপে থাকা পায়রাকে গিয়ে বলল- জানো, আজ বাড়ির মালিক একটা ইঁদুর ধরার কল এনেছে, এটা শুনে পায়রা হাসতে থাকলো আর বলল, তাতে আমার কি?

আমি কি ওই কলে আটকাতে যাব নাকি?

নিরাশ হয়ে ইঁদুরটি মুরগীকে গিয়ে একই কথা বলল। মুরগী ইঁদুরকে তুচ্ছ করে বলল 'যা ইঁদুর ভাই এটা আমার সমস্যা নয়'।

এবার উপায়-অন্ত না পেয়ে মাঠে ছাগলের কাছে গিয়ে তাকে সব খুলে বলল। ইঁদুরের সব কথা ছাগল শুনে হেসে লুটোপুটি খেতে থাকলো।

কেউ তার কথার গুরুত্ব দিল না, তার সহযোগিতায় কেউ এগিয়ে এলোনা।

তারপর সেই রাত্রে ইঁদুর মারার কলে 'ফটাস' করে একটি শব্দ হলো। সেখানে একটি বিষধর সাপ আটকে গিয়েছিল। অন্ধকারে চাষির স্ত্রী সাপের লেজকে ইঁদুর ভেবে বের করলো, ওমনি সাপটি তাকে ছোবল মারল।

অবস্থা বেগতিক দেখে চাষী ওঝাকে ডাকলো। ওঝা তাকে পায়রার মাংস খাওয়ানোর পরামর্শ দিল।

পায়রা টি এখন রান্নার হাঁড়িতে।

চাষির স্ত্রীর এই সংবাদ শুনে তার বাড়িতে আত্মীয় স্বজন এসে হাজির হল। তাদের মেহমান দারির জন্য মুরগীটিকে জবাই করা হল। মুরগী বেচারিও এখন রান্নার হাঁড়িতে।

দুইদিন পর চাষির স্ত্রী মারা গেল।

আর তার মিলাদের দিন ছাগলটিকেও জবাই করা হল। ছাগলও হাঁড়িতে রান্নার জন্য চলে গেল।

ইঁদুর তো বিপদ বুঝতে পেরে আগেই পালিয়ে ছিল বহুদূরে।

এই গল্পের শিক্ষা হল, নিজের সমস্যা হচ্ছেনা বলে, অন্যের জন্য বানানো বিপদকে তুচ্ছ করতে নেই। কারো জন্য বিপদ যখন হাজির হয়, তখন আশে পাশের সবাইকে কম-বেশী ভুগতে হয়। তাই পছন্দ-অপছন্দ সবার জন্য যদি বিপদমুক্ত পরিবেশ রাখা হয়, তাহলে সেটা নিজের জন্যও কল্যাণ বয়ে আনে।

বিষয়: বিবিধ

৭৯৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385013
২৭ মার্চ ২০১৮ রাত ১১:১৭
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : মজার গল্প। সেই সাথে শিক্ষনীয়। ভালো লাগলো।
০৪ এপ্রিল ২০১৮ সন্ধ্যা ০৭:৩৪
317543
সালমা লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
385021
২৮ মার্চ ২০১৮ দুপুর ০১:২১
আবু সুফিয়ান লিখেছেন : শিক্ষনিয় পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ।
০৪ এপ্রিল ২০১৮ সন্ধ্যা ০৭:৩৪
317544
সালমা লিখেছেন : ধন্যবাদ আপনাকে ।
385025
২৮ মার্চ ২০১৮ সন্ধ্যা ০৬:৪৪
শেখের পোলা লিখেছেন : সুন্দর।ধন্যবাদ।
০৪ এপ্রিল ২০১৮ সন্ধ্যা ০৭:৩৫
317545
সালমা লিখেছেন : ধন্যবাদ আপনাকে ।
385072
০৪ এপ্রিল ২০১৮ দুপুর ০১:১৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমাদের সমাজের অবস্হা এখন এমনই। সুন্দর শিক্ষনীয় গল্প।
০৪ এপ্রিল ২০১৮ সন্ধ্যা ০৭:৩৫
317546
সালমা লিখেছেন : ধন্যবাদ আপনাকে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File