বাচ্চাদেরকে যেকারনে ধুলো-মাটির সংস্পর্শে যেতে দিবেন

লিখেছেন লিখেছেন উমাইর চৌধুরী ১২ জুন, ২০১৪, ০২:৪০:২৪ রাত

বাচ্চাদেরকে মাটি-ধুলা থেকে দূরে সরিয়ে রাখবেননা। ছোট বয়সেই বিভিন্ন রকম মাইক্রোবের সাথে তার শরীরের ইমিউন সিস্টেম পরিচিত হয়ে গেলে তার শরীরে এন্টিবডির পরিমাণও হবে বেশী এবং সে বাকি জীবনে আদুরে ঘরের বাচ্চাদের চেয়ে সুস্থ্য জীবন যাপন করতে পারবে।

চিকেন পক্সের ব্যাপারে অনেক চিকিৎসাবিজ্ঞানীর অভিমত যে আপনার পাশের বাসার কোন বাচ্চার যদি চিকেন পক্স হয় তবে আপনার বাচ্চাদেরকে জোর করেই তার সাথে খেলতে পাঠান। এতে লাভ হবে যেটা, আপনার বাচ্চাদেরও চিকেন পক্স হবে ছোট বয়সেই কিন্তু পরে আর হবেনা। কারণ শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা বুঝে যাবে চিকেন পক্সের সাথে কিভাবে লড়তে হয় এবং কোন এন্টিবডি দিয়ে লড়তে হয়। সেই এন্টিবডি শরীরে থেকে যাবে এবং এর ভাইরাস শরীরের মিউজিয়ামে স্যাম্পল হিসেবে থেকে যাবে বাকি জীবনেও। যখনই নতুন কোন চিকেন পক্স ভাইরাস ঢুকবে, শরীরের সৈন্যরা যদি চিনতে পারে এই বদমাশ আগেও ঢুকেছিল তাহলে সর্বাত্বক আক্রমণ চালাবে তার উপরে। যার কারণে আর চিকেন পক্স হবার সম্ভাবনা নাই বড় বয়সে, নতুন করে যদি চিকেন পক্সের ভাইরাস শরীরে ঢুকে তাকে দেখে সাথে সাথেই চিনে ফেলবে শরীরের রোগ প্রতিরোধ যোদ্ধারা।

কেন বলছি এ কথা, কারন বড় বয়সের চিকেন পক্স খুবই মারাত্বক এবং কখনও কখনও মৃত্যুর কারও বটে বিশেষ করে দূর্বল এবং গর্ভবতী মহিলাদের জন্য। যেখানে ছোট বয়সে শুধু কদিনের জ্বর-ফোস্কা-চুলকানী বা একটু ব্যাথাতেই সীমাবদ্ধ এ জিনিশ।

Click this link

Click this link

বিষয়: বিবিধ

২৯২৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234030
১২ জুন ২০১৪ সকাল ০৫:০০
আবু জারীর লিখেছেন : দারুন কথা।
বিষয়টা বাস্তব কিন্তু তার পরেও যুক্তি গুলো আমরা মানতে রাজি না। তবে মানতে পারলে ভালো।
ধন্যবাদ।
১২ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
180941
উমাইর চৌধুরী লিখেছেন : হু মানতে পারলে ভাল হত অনেক। Happy এ তথ্যগুলো বাবা-মা দের জানাতে হবে আমাদেরই
234056
১২ জুন ২০১৪ সকাল ০৭:৩৮
গেঁও বাংলাদেশী লিখেছেন : হক কথা
১২ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
180952
উমাইর চৌধুরী লিখেছেন : হু, থেনকু Happy
234085
১২ জুন ২০১৪ সকাল ১০:১৭
চোরাবালি লিখেছেন : এখনকার মায়েরা তো বাচ্চাদের মাটিতেই নামতে দিতে চায় না। ধুলাবালি লাগবে বলে। মানব শরীর এমন ভাবে গঠিত যেখানে যে সমস্যার সম্মুখীন হয় সে ধরনের পতিরোধক গড়ে ওঠে আর সেটি শিশু বয়সে সর্বচ্চ।
১২ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
180951
উমাইর চৌধুরী লিখেছেন : হু সেটাই। ধন্যবাদ অনেক Happy
234095
১২ জুন ২০১৪ সকাল ১০:৪৮
নজরুল ইসলাম টিপু লিখেছেন : অনেক যুক্তি আছে। আমি নিজেও দেখেছি ধুলাবালিতে গড়াগড়ি খাওয়া বাচ্চা গুলোর এন্টিবডির ক্ষমতা শহরে পালিত নাদুস নুদুস বাচ্চাদের চেয়ে অনেক বেশী। তারা সামান্য ধুলোবালিতেই অনেক বেশী এলার্জিতে ভূগে। অনেক ধন্যবাদ।
১২ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
180950
উমাইর চৌধুরী লিখেছেন : আপনার অবজারভেশন ঠিক । আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য Happy
234097
১২ জুন ২০১৪ সকাল ১০:৫২
দ্য স্লেভ লিখেছেন : এখনকার বাচ্চাদের রোগ বালাই ভরা। এরা বুঝেনা কিভাবে ট্রিট করতে হয়
১২ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
180949
উমাইর চৌধুরী লিখেছেন : হু সেটাই Happy ধন্যবাদ মন্তব্যের জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File