ব্যক্তিত্ব সংকট

লিখেছেন লিখেছেন যোদ্ধা ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৫৭:৫৭ সকাল

প্লেন ছাড়তে এখনও পৌনে এক ঘণ্টার মত বাকি । আমি সময়ের অনেক আগেই রিপোর্টিং করলাম । ওয়েটিং রুমে সহযাত্রীদের কার্যকলাপ দেখছি ।

বিমান বন্দর কর্তৃপক্ষ অপেক্ষমান যাত্রীদের একঘেয়েমি অথবা মন মরা ভাব নিরসনের লক্ষ্যে দেয়ালে একখানা টেলিভিশন লটকে দিয়েছে । আর স্টার প্লাসে চলছে গোপী – এহেমজীর হাই ড্রামা । কোকিলা ব্যাহেন নামক জনৈক রাগী মহিলা এহেমজী কে শাঁশাচ্ছেন আর চারিদিকে বিকট শব্দে বজ্রপাত হচ্ছে । অধিকাংশ যাত্রীই এই অতি জটিল পরিস্থিতির ভেতর ঢুকে গিয়েছে । আমার পেছনে বসা এক ভদ্রমহিলা সম্ভবত তার মেয়েকে বলছেন ,

-রাশি ছেরিডা কি ঘিরিঙ্গিডা লাগাইসে দেখছতনি মৌসুমি !

-ওফ আম্মা , ফর গডস সেক আমি চাই ওই গোপী ভ্যাবলাটার একটা শিক্ষা হোক। গাধার গাধা ! মাই গড !

-তয় রাশির শাড়িডা দেহস না ....সুন্দর আছে না ? আবু সাত্তারের মায়ের গায়ে ´´হুবাহুব´´ এই শাড়িডাই দেকছিলাম । দুবাই যাইয়া লই ...কিনুমই কিনুম ।

-তুমি একটু চুপ করবা ,চুপচাপ দেখো তো ! তোমার কথার ঠ্যালায় এহেম কি বলল বুঝলামই না ...।

সামনের ফ্যামিলিটা কোন দেশের জানিনা তবে মাত্রাতিরিক্ত সাদা । মাইনাস চল্লিশের নিচে থাকলে গায়ের কালার এরকম হওয়া সম্ভব । তারাও কিছুক্ষন ভ্রু কুঁচকে তাকিয়ে দেখল । কিছুক্ষন পর একজন বই বের করে বইয়ের ভেতর ডুবে গেল । আরেক জনও তাই ।

জাপানিজ চেহারার দুইটা গুটূল গুটূল বাচ্চা মেঝেতেএক মনে খেলছে আর নিজেরা কথা বলছে । পাশের চেয়ারেই এদের মা দেখছে টিভি । হঠাৎ একটা আরেকটার চুল ধরে ঝাঁকানো শুরু করলো । ভিকটিম শিশুটি চ্যা ভ্যা করতেই মা টা মৃদু ধমক দিল । কিছুক্ষন গুন গুন কেঁদে ওটি আবার ঠিকই মারদাঙ্গা বড় ভাইয়ের সাথে খেলতে লেগে গেল ।

আমার বাম পাশের একবারে জানালা ঘেঁষে এক জোড়া বৃদ্ধ দম্পতি বসে আছেন । দু জনেই ষাটোর্ধ । তবে ভদ্র লোকটি বেশ পোক্ত আছেন এখনও । এই গরমেও পরনে স্যুট -টাই । ক্লিন শেভড চেহারা -পলিশড জুতো । কণ্ঠেও মাশাল্লাহ বাজখাঁই নাদ । আশে পাশের বাঙালিদের সাথে নিজ উদ্যোগে পরিচিত হচ্ছেন তিনি ।

-তা ভাইডি কিরাম আছেন ? কুন দিক যাতিছেন ? আমরা খুলনার লোক আমরা যাতিছি আমিরিকার দিক । ছাওয়ালের কাছেত্থে ক টা দিন ঘুইরে আসপো ...

-বাহ বেশ বেশ ভালই তো ঘুরে আসেন

-সঙ্গে আফনাগের ভাবীও যাতিছে । ফাস্ট টাইম ফরেনে ভ্রমন তো তাই ইটটু নারভাস । আমি তারে কত কইরে বোজাচ্ছি ইডা হল ওয়ান টুর ব্যাপার । লোকজন চাঁদে চইলে যাচ্ছে আর তুমি কিরাম ডরাচ্ছ ! তা ভাইডি কিছু মনে নিচ্ছেন নাতো যে লোকডা অত কতা কচ্ছে কেন ? আমি কিন্তু বেশ ফিরি ফেরাঙ্ক ......

তবে ভদ্র লোকের ওয়াইফ সম্ভবত ওনার মত অতটা ´´ফিরি ফেরাঙ্ক ´´ নন। জবথুবু হয়ে বসে আছেন আর ইতিউতি তাকাচ্ছেন ,ফাঁকে ফাঁকে স্বামীটির বকাও খাচ্ছেন । -

-তুমারে কত কইরে কলাম যে বুখরা গায়ে দিয়েনা , ফরেনে যাতিছো তাও যদি কালছার শিকতে , ইস্মারটনেস শিকতে ...

মহিলা কেবল একটা কথাই বার বার বলছিল ,

´´গাত্থে বুখরা লামাবো কিরাম কইরে ? কি শরমের কতা কচ্চেন আফনি কাঞ্চনের আব্বা ...?´´

( চলবে...)

বিষয়: বিবিধ

১৩০৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181758
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০০
বাংলার দামাল সন্তান লিখেছেন : Rose Roseধন্যবাদ Rose Rose
181759
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৩
যোদ্ধা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ উইথ ফ্লাওয়ার ।
181776
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার!
চলুক
ভালো লাগলো অনেক ধন্যবাদ
181877
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৬
যোদ্ধা লিখেছেন : Big Grin
181881
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫০
সজল আহমেদ লিখেছেন : চালিয়ে যান তবে...
182416
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৩
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Interesting post, please continue, we are with you Happy
182619
২৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৪
যোদ্ধা লিখেছেন : তাহলে আমার আর ভয় কি, রেহনুমা আপু যখন সাথে আছেন! Big Grin

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File