আল্লাহর কাছে ফোন করুন আপনার যে কোন সমস্যায়, আল্লাহর ফোন নাম্ভার হচ্ছে ২ ৪ ৪ ৩ ৪ [টু ফোর ফোর ত্রি ফোর]Praying Praying Praying

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৪ জুন, ২০১৫, ০৩:৩৯:৫৪ দুপুর

গত প্রায় ১৫/১৬ বছর আগে একটা তাফসীরুল কোরআন মাহফিলে বসেছিলাম। মাহফিল হচ্ছিল সাতাকানিয়া আদালত প্রাঙ্গনে। তাফসীর করছিলেন- মাওলানা জামাল উদ্দীন সাহেব। তিনি সম্ভবত: হাটহাজারী অথবা নানুপুর মাদ্রাসার মোহতামীম ছিলেন । বর্তমানে মরহুম, আল্লাহপাক উনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিন। আমীন ।

উনি খুব ভাল ওয়াজিন ছিলেন, উনার নাম শুনলেই শত শত মানুষ মাহফিলে হাজির হত ।

উনার তাফসীর শুনছিলাম।

মাওলানা জামাল উদ্দীন সাহেব উনার তাফসীরের এক পর্যায়ে বললেন- ওই মিয়া- তোমার সমস্যা, তোমার অভিযোগ, তোমার মামলা-মোকাদ্দমা, তোমার অভাব সহ যে কোন রকম পেরেশানীর জন্য কোন মানুষের কাছে সাহায্যতো চাইবাই না, এমনকি কোন মানুষের কাছে প্রকাশ ও করবানা।

তো কি করবা ?

তুমি সরাসরি মহান আল্লাহর কাছে জানিয়ে দিবা।

> কিভাবে ?

> ফোন করে ।

> কয় কি মাওলানা ! আল্লাহর কাছে ফোন ?

> কি হইল মিয়ারা, আশ্চর্য হইছোনি । আল্লাহর ফোন নাম্ভার জাননা ? তাহলে শোন-

আল্লাহর ফোন নাম্ভার হইল গিয়া- ২-৪-৪-৩-৪ (টু-ফোর-ফোর-থ্রি-ফোর ) । আমি শুনে তো অবাক- আল্লাহর কাছে ফোন করা যায় ?

আল্লাহর ফোন নাম্ভারও আছে ?

আল্লাহর ফোন নাম্ভার ২ ৪ ৪ ৩ ৪ । এটা কিভাবে সম্ভব ?

মাওলানা বলছেন - অবাক হইছো ?

শোন মিয়ারা, অবাক হউনের কিছু নেই । আমি সত্য কথাই বলছি ।

তাইতো ! উনি এতবড় আলেম হাজার হাজার মানুষের সামনে মিথ্যা কথাতো বলতেই পারেন না।

মাওলানা বলছেন-‘তোমরা হয়তো চিন্তা করছো এটা কিভাবে সম্ভব, তাই না ? তাহলে শোন- দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের বেলায়-

> ফজরের ২ রাকাত ফরজ হচ্ছে- ২

> জোহরের ৪ রাকাত ফরজ হচ্ছে- ৪

> আসরের ৪ রাকাত ফরজ হচ্ছে- ৪

> মাগরিবের ৩ রাকাত ফরজ হচ্ছে- ৩

> এশার ৪ রাকাত ফরজ হচ্ছে- ৪

তাহলে কি দাড়াল- (২ ৪ ৪ ৩ ৪), এই হচ্ছে আল্লাহর ফোন নাম্ভার । তারতীব মত দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে বান্দার সাথে আল্লাহর সরাসরি কানেকশান হয়ে যায় ।

> নামাজ মুমিনের মে’রাজ

> নামাজ বেহেস্তের চাবি

> নামাজ মুসলমানের পরিচয়

> নামাজ মুসলমান ও কাফেরের পার্থক্য

আল্লাহ বলেন- তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও।Praying Praying Praying

তাইতো ! আমরা যদি দৈনিক নিয়মিত আওয়াল ওয়াক্তে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমাদের পেরেশানী সমূহ মহান আল্লাহর দরবারে পেশ করি তাহলে অবশ্য অবশ্য মেহেরবান আল্লাহ আমাদের সমস্যা সমূহ সমাধান করে দিবেন, এতে কোনই সন্ধেহ নেই।

যারা গুপ্ত ধন সংগ্রহে বের হন তাদের সাথে একটি স্কেচ বা ম্যাপ থাকে যেটার সাহায্যে ওরা গুপ্ত ধন খুঁজতে বের হয় ।

আবার অত্যাধুনিক ইলেক্ট্রনিক যন্ত্রের সাথে এর ব্যবহার বিধির বর্ননা দিয়ে গাইড লাইন বা ক্যাটালগ থাকে ।

মহান আল্লাহ আমাদের বেহেস্ত থেকে বের করে দিয়ে একটি স্কেচ সহকারে চিঠি পাঠিয়ে দিয়েছেন যাতে আমাদের মূল ঠিকানা বেহেস্তে পৌছার সঠিক পথ নির্দেশনা রয়েছে।

এটা তাদেরই জন্য যারা সেখানে অর্থাৎ বেহেস্তে যেতে চাই ।

আল্লাহপাক আমাদের সকলকে নেক হেদায়াত দান করুন । আমীন ॥

[একটি আসমানী মেসেজ পরিবেশনা]

বিষয়: বিবিধ

১৮৩০ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327331
২৪ জুন ২০১৫ বিকাল ০৪:১৮
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : জরের ২ রাকাত ফরজ হচ্ছে- ২

জোহরের ৪ রাকাত ফরজ হচ্ছে- ৪

আসরের ৪ রাকাত ফরজ হচ্ছে- ৪

মাগরিবের ৩ রাকাত ফরজ হচ্ছে- ৩

এশার ৪ রাকাত ফরজ হচ্ছে- ৪

তাহলে কি দাড়াল- (২ ৪ ৪ ৩ ৪) এই হচ্ছে আল্লাহর ফোন নাম্ভার । তারতীব মত দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে বান্দার সাথে আল্লাহর সরাসরি কানেকশান হয়ে যায় ।
২৪ জুন ২০১৫ বিকাল ০৪:২২
269540
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য প্লাসিত ধন্যবাদ ।Good Luck Good Luck
327336
২৪ জুন ২০১৫ বিকাল ০৫:০২
আবু জারীর লিখেছেন : ইনশা'আল্লাহ নিয়মিত আল্লাহর সামনে হাজিরা দেয়ার চেষ্টা করব। ধন্যবাদ।
২৪ জুন ২০১৫ বিকাল ০৫:৩৭
269551
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমাকেও যেন নিয়মিত হাজির দেয়ার তৌফিকক দেন আল্লাহ সেই দোয়া কামনা করছি ।Good Luck
327344
২৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:০০
পললব লিখেছেন : তা না হয় হলো কিন্তু কান্ট্রি কোডতো পেলাম না!!
২৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
269555
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কান্ট্রিকোড থাকলেও তো আল্লাহ সীমিত গন্ডিত মধ্যে আবদ্ধ হয়ে গেলেন । তিনিতো সমগ্র ভূমন্ডলে বিস্তৃত । সুতরাং কান্ট্রিকোড নিস্প্রয়োজন ।
ধন্যবাদ আপনাকে পড়ে মন্তব্য করার জন্য ।Good Luck Good Luck Good Luck
২৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:১১
269557
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : Praying Praying Praying Praying Good Luck Good Luck Good Luck Applause Applause Applause
327345
২৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
শেখের পোলা লিখেছেন : আপনার এ আমানী ম্যাসেজটি দারুন হয়েছে৷ ধন্যবাদ৷
২৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
269556
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর উৎসাহমূলক মন্তব্যের জন্য আপনাকে প্লাসিত ধন্যবাদ ।Good Luck Good Luck Good Luck
327347
২৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জামাল উদ্দিন সন্দ্বীপী, উনি নাযিরহাট বড় মাদরাসার শায়খুল হাদিস ছিলেন। জাযাকাল্লাহ খাইর
২৪ জুন ২০১৫ রাত ০৮:০৪
269558
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : তথ্যটি আমার সঠিক জানাছিল না । উনি আমার একজন প্রিয় ওয়াজিন ছিলেন । ধন্যবাদ আপনাকে ।Good Luck
২৪ জুন ২০১৫ রাত ১১:৩৭
269580
আবু জান্নাত লিখেছেন : ছাত্র যামানায় আমার আব্বুর সাথী ও ক্লাসমেট ছিলেন হাটহাজারী বড় মাদরাসায়।
এক মাহফিল থেকে রাতে ফেরার সময় মাজারীরা তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করেছিল। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। এরপর থেকে গাজী জামালউদ্দিন নামেও পরিচিত ছিলেন।
২৪ জুন ২০১৫ রাত ১১:৫৪
269581
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : হক্ক কথাকে শৈল্পিক রূপ দিয়ে আকর্ষনীয় ভাষায় বর্ণনা করতে পারতেন তিনি।
327356
২৪ জুন ২০১৫ রাত ০৯:৩৩
আফরা লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া ।
২৪ জুন ২০১৫ রাত ১০:২৬
269563
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকেও আন্তরিক ধন্যবাদGood Luck
327358
২৪ জুন ২০১৫ রাত ১০:২১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
এটা তাদেরই জন্য যারা সেখানে অর্থাৎ বেহেস্তে যেতে চাই ।

সালাত জান্নাত বা বেহেস্তের চাবি। আল্রাহর কাছে নিয়মিত সালাত পড়লে বা ফোন দিলে,তিনি সন্তষ্টি সহকারে ঐ চাবি দিবেন। তাই ২৪৪৩৪কে জান্নাতের জন্য এক প্রকার পাসওযার্ড বলা যেতে পারে। কী বলেন বাহার সাহেব..
২৪ জুন ২০১৫ রাত ১০:৩৭
269568
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : নামায বেহেস্তের চাবি এটা জানার পর আমি ছোটকাল থেকে মনের মাঝে একটি চিত্র অংকন করেছি।
তা হচ্ছে কতগুলো লোহার সিন্দুকের তালায় একাধিক লিভার থাকে যার প্রত্যেকটি লিভারের জন্য আলাদা আলাদা চাবি থাকে। চাবিগুলো ১,২,৩,৪,৫ এভাবে নাম্বার দেয়া থাকে।
বেহেস্তের দরজার তালায়ও ৫টি লিভার থাকবে যার ৫টি চাবি হবে ৫ওয়াক্ত নামাজ।
আগেই বলেছি এটি আমার মনের অংকিত চিত্র।
আপনাকে আন্তরিক ধন্যবাদ। Good Luck Good Luck
আপনার দেয়া পাসওয়ার্ড শব্দটিও আমার পছন্দ হয়েছে। 3:-O
২৪ জুন ২০১৫ রাত ১০:৪৭
269574
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ। আল্লাহপাক আমাদেরকে সেই কাঙ্খিত জান্নাতের মেহমান বানিয়ে নিতে যা যা প্রয়োজন তা তা দিয়ে আমলনামা ভরপুর করে দিন। আমিন।
২৪ জুন ২০১৫ রাত ১০:৫১
269575
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমিন, ছুম্মা আমিন, ইয়া রাব্বাল আলআমিন। Praying Praying Praying
327361
২৪ জুন ২০১৫ রাত ১০:৩১
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। সুন্দর ও শিক্ষণীয় পোস্ট । জাজাকাল্লাহু খায়রান।
২৪ জুন ২০১৫ রাত ১০:৪০
269572
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদ সাথে থাকার জন্য। Good Luck Good Luck
327374
২৪ জুন ২০১৫ রাত ১১:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
এই সহজ বিষয়টা আমরা ভুলে যাই আর আল্লাহতায়লাকে দেশের প্রেসিডেন্ট এর সাথে তুলনা করে পির ধরে তার কাছে আবেদন জানাই!!
২৪ জুন ২০১৫ রাত ১১:৫৯
269582
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আর প্রসিডেন্টের এত ক্কমতা থাকা সত্বেও একটু সর্দি কাশিহলেও সিঙ্গাপুর চলে যায়।
১০
327379
২৫ জুন ২০১৫ রাত ১২:৩৩
মাজহারুল ইসলাম লিখেছেন : আল্লাহর কাছে ফোন করুন আপনার যে কোন সমস্যায়, আল্লাহর ফোন নাম্ভার হচ্ছে ২ ৪ ৪ ৩ ৪ [টু ফোর ফোর ত্রি ফোর]

শিরোনাম দেখে বুঝে গেছে,
> ফজরের ২ রাকাত ফরজ হচ্ছে- ২
> জোহরের ৪ রাকাত ফরজ হচ্ছে- ৪
> আসরের ৪ রাকাত ফরজ হচ্ছে- ৪
> মাগরিবের ৩ রাকাত ফরজ হচ্ছে- ৩
> এশার ৪ রাকাত ফরজ হচ্ছে- ৪

পরে বিস্তারিত পড়ে নিলাম।

সব সময় চেষ্টা করি জামায়াতের সাথে ফোন করার কিন্তু মাঝে মাঝে পারি না তখন একা একা ফোন করতে হয়।
২৫ জুন ২০১৫ রাত ০৪:৪৬
269593
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আল্লাহপাক আমাদের সকলকে ৫ ওয়াক্ত নামায জামাতের সহিত পড়ার তৌফিক দিন। আমিন। Praying MOney Eyes
২৫ জুন ২০১৫ বিকাল ০৫:০১
269745
মাজহারুল ইসলাম লিখেছেন : চুম্মা আমীন।
১১
327439
২৫ জুন ২০১৫ দুপুর ১২:২২
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।
২৫ জুন ২০১৫ দুপুর ১২:৩৫
269689
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File