আমি মুসলমান-২ (গল্প), ‘‘জীবনে ঘুষ না খাওয়ার শপথ’’

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৫ এপ্রিল, ২০১৫, ০৪:৪৪:১৭ বিকাল

Good Luck আমি মুসলমান-১, ‘‘মিথ্যাকথা না বলার শপথ’’

....................................................

আমি মুসলমান- ২, ‘‘জীবনে ঘুষ না খাওয়ার শপথ’’

-----------------------------------------------------#

তুহিন ভাল রেজাল্ট করেছে । সপ্তম শ্রেণী থেকে প্রথম হয়ে সে অষ্টম শ্রেণীতে প্রমোশন পেয়েছে। স্কুলের প্রধান শিক্ষক তার ব্যবহার ও মেধায় খুশি হয়ে একটি ছোট এলার্মঘড়ি উপহার দিয়েছেন। তুহিন এসময়ের ভিতর আরও চার ইঞ্চি লম্বা হয়েছে তবে ওজন তেমন বাড়েনি, পাতলা গঠনের আকৃতি যেন চোঁখে পড়ে । তুহিন নিয়মিত পাঁচওয়াক্ত নামাজ পড়ে । ফজরের নামাজের আজানের আগে আগে তুহিনের আম্মু তাহাজ্জুদ নামাজ শেষ করে তুহিনকে ঘুম থেকে ডেকে দেয় ।

তুহিন আগের চেয়ে একটু বেশী চিন্তাশীল গম্ভীর হয়ে গেছে। সবসময় কি যেন সে ভাবে । কোথায় কি যেন সে খুঁজে ফিরে । কি খুঁজে তা সে নিজেও জানেনা ।

আরমানের সাথে তুহিনের সম্পর্ক আগের চেয়েও আরো আন্তরিক হয়েছে । আরমানও পাশ করে তুহিনের সাথে অষ্টম শ্রেণীতে উঠেছে। সে বার্ষিক পরীক্ষায় সব বিষয়ে পাশ না করলেও আগের যেকোন পরীক্ষার চেয়ে ভাল রেজাল্ট করেছে । আরমান এবং আরমানের পরিবার এটা বুঝতে পেরেছে যে তুহিনর সাথে সম্পর্ক আরমানের পরিবর্তনের কারণ ।

একদিন স্কুলের ধর্ম ক্লাসে আকমল স্যারের কিছু কথা তুহিনের ভাবনার জগতকে উলটপালট করে দেয় । আকমল স্যার মূলত তুহিনদের বিজ্ঞান পড়ান । সেদিন ধর্ম শিক্ষক মৌলানা নিয়ামত আলী স্যার ছুটিতে থাকাতে আকমল স্যারের বদলী ক্লাস নিতে আসলেন । এসেই আকমল স্যার বললেন আমি তোমাদের নিয়মিত সিলেবাসের পড়া পড়াবোনা । আমি আজকে তোমাদের সাথে নীতি নৈতিকতার উপর কিছু আলোচনা করব ।

আকমল স্যার বলতে শুরু করলেন, দেখ তোমরা আজকে ছাত্র । একদিন বড় হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে । কেউ জজবেরিস্টার হবে কেউবা উকিল মোক্তার হবে । আবার অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বা ব্যবসায়ী হবে । যে যেই হউনা কেন যার যার অবস্থানে সে সৎ থাকবে । লোভ করবে না এবং বিলাসীতায় নিমঘ্ন হবেনা, অল্পে তুষ্ট থাকার আপ্রান চেষ্টা করবে । অবৈধ বা অনৈতিক পন্থায় আয় রোজগার করবে না । ঘুষ খাবে না ।

এসময় তুহিন হাত তুলে প্রশ্ন করল স্যার, ঘুষ কি ?

স্যার বললেন, এককথায় ঘুষ হচ্ছে উপরি পাওনা অর্থাৎ নিয়ম মোতাবেক যা পাওয়ার কথা তার চেয়ে অতিরিক্ত বেশী পাওয়া ।

আরমান প্রশ্ন করল স্যারকে, স্যার উপরি পাওনা বা অতিরিক্ত ঘুষ কে দেবে ? কেনই বা দেবে ?

স্যার বললেন অন্যায় আব্দার করে তা আদায় করে নেয়ার জন্য ঘুষ দেয়া হয় ।

যেমন জজকে ঘুষ দেবে ন্যায় বিচার না করে অন্যায়ভাবে ঘুষ দাতার পক্ষে রায় দেবার জন্য ।

ছোটখাট টিকাদার তার সাধ্যের বাইরে বিশাল ব্রীজের কাজ নেয়ার জন্যে ।

ভেজাল উপাদানে তৈরী মানুষের ব্যবহারের জিনিষ ছাড়পত্র নেয়ার জন্যে।

আরো শত শত ক্ষেত্র আছে ঘুষ গ্রহণ করার ।

ঘুষের বিনিময়ে যে কাজ তাতে নিজের, দেশের এবং দেশের মানুষের কারোরই কল্যাণ নিহীত থাকেনা । ঘুষ নেয়া মানে নিজের অর্জিত বিদ্যার সাথে গাদ্দারী করা, নীতিনৈতিকতা বিসর্জন দেয়া । যেকোন ধর্মেই ঘুষ নেয়ার ব্যাপারে বাধানিষেধ আছে । স্যার বললেন আমি আশা করব আজকের পর থেকে তোমরা শপথ নিবে জীবনে কোনদিন ঘুষ নেবেনা, খাবেনা । ক্লাসের সবাই পিনপতন নিরবতায় আকমল স্যারের আলোচনা শুনছিল ।

আব্দুল মালেক তুহিন দাড়িয়ে বলল, স্যার এই আমি তুহিন আপনি এবং ক্লাসের সকলের সামনে ওয়াদা করছি যে জীবনে কোনদিন ঘুষ খাবনা, নেবনা । জীবনকে অনৈতিক বিলাসীতায় নিমজ্জিত করবনা । লোভ করবনা এবং বিলাসীতার জীবনকে পরিহার করব ।

তুহিনের পাশাপাশি তুহিনের বন্ধু আরমান এবং অন্যান্য বন্ধুরা সবাই একবাক্যে তুহিনের শপথের সাথে একাত্মতা ঘোষণা করল ।

.......................................................

Good Luck আমি মুসলমান-১, ‘‘মিথ্যাকথা না বলার শপথ’’

[বি:দ্র: নামগুলো এবং ঘঠনাপ্রবাহ কাল্পনীক, জীবিত বা মৃত কারো সাথে না মিলানোর জন্য অনুরোধ থাকবে ।]

বিষয়: বিবিধ

১২৪৯ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316822
২৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঘুষ আমার ধর্ম,ঘুষ আমার কর্ম, ঘুষ নিতে কি সংশয়???
প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ প্রকাশ্যে ঘুষ খাওয়া নয়!!
২৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:০৯
257972
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এর পরিবর্তন চাইলে স্কুলের কঁচি মনের ছেলেমেয়েদেরকে এর ভয়াবহতা তুলে ধরতে হবে । ইস্পাত কঠিণ শপথে ওদেরকে উদ্বুদ্ধ করতে হবে । ধন্যবাদ আপনাকে । Good Luck Good Luck
316835
২৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
নিমু মাহবুব লিখেছেন : ভালো লাগল,ধন্যবাদ Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫৯
258101
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
316857
২৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫৮
আফরা লিখেছেন : খুব ভাল লাগল ।ধন্যবাদ ভাইয়া ।
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০০
258103
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ।Good Luck
316866
২৫ এপ্রিল ২০১৫ রাত ১১:০৭
শেখের পোলা লিখেছেন : সমাজের যা অবস্থা তাতে চাকরী কিংবা ব্যবসা করতে গেলে সৎ থাকা দূরহ৷ শুধু মাত্র দিনমজুর ও প্রান্তিক চাষী ছাড়া কাউকেই এ সমাজ সৎ থাতে দেবে না৷
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০৩
258105
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সৎ থাকার চেষ্টাসংগ্রাম অব্যাহতভাবে চালিয়ে যেতে হবে আমাদেরকেই ।
ধন্যবাদ আপনাকে । আপনার অনুবাদ গ্রন্থটি কি এখনও প্রকাশিত হয়নি ?
২৬ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
258139
শেখের পোলা লিখেছেন : আল্লাহর অশেষ রহমতে আমার অনুবাদ কর্মটি শেষ হয়েছে তিন খণ্ডে৷ প্রথম খণ্ড খান প্রকাশণীতে গত জুন মাসে দিয়েছি, জানিনা উনি আর কত সময় আমাকে অপেক্ষা করাবেন৷ভাল থাকেন৷
316874
২৬ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । আলহামদু লিল্লাহ পড়ে খুব ভাল লাগলো। মহান আল্লাহ আপনাকে উত্তম জাযা দিন..........
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০৩
258106
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর ও উৎসাহমূলক মূলক মন্তব্যের জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ ।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File