তুরস্ক আমাদের শিক্ষা দিল একতাই বল

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৬ জুলাই, ২০১৬, ১১:৪৩:৩৫ রাত







আমার এক দ্বীনি বোন নিলা আপা , প্রায় আমাকে ডাক্তার কাছে নেওয়া আনা করেন।এই সামান্য সময়ে আমি গাড়িতে একা নয় আরো অন্য বোনদের কে পেতাম।বোনদের স্বামীরা সবাই একটা প্রাইভেট কোম্পানীতে একসাথে কাজ করেন।আর ভাইদের মধ্যে মিল মহব্বতের কারনে স্ত্রীরাও একই মায়ের পেটের বোনের চেয়ে বেশি আপন হয়ে গেছেন।সবাই একই স্কুলে বাচ্ছা ভর্তি করালেন।একই পরিবারের মত বাচ্ছা আনা নেওয়া ,একজন আরেক জনের বিপদে আপদে হাসি আনন্দে উড়ন্ত বলাকার ঝাকের মত এগিয়ে যাচ্ছেন।আমার মনটা অনেক প্রশান্তি পেল।

আমার মাঝে মাঝে একাকিত্ব সময়ে স্মৃতির পায়রারা বিবেকে এসে টহল দিতে থাকে।নানান ভাবে তারা ডানা ঝাপ্টায়ে আমাকে তাড়িত করে।

যেমন, আল্লাহ শুধু পুরুষদের সম্পদের ভাগ তো দ্বিগুন দিয়েছেন।তা সুষ্ট ভাবে পরিচালনা করে উত্তম ফসল ফলাভার কলা কৌশল/ মেধাশক্তিও দ্বিগুন দিয়েছেন নিশ্চয়।সেই মেধা শক্তি থাকতে কল্যানকর/উন্নয়নমুলক কাজে ঘরে বাহিরে পরিবারে সমাজে রাষ্ট্রে প্রায় সব খানে পুরুষদের মাঝে কোন কলা কৌশল/ মেধাশক্তি খাটিয়ে একতা মিল মহব্বত দেখা যাচ্ছে না ।বরং প্রায়ই দেখা যায় জাহিলিয়্যাতের যুগের মত পুরুষদের মাঝে মারামারি হত্যা গুম খুন এবং মহিলাদের মেধা দ্বারা পুরুষদের একটা বিশাল অংশ কানে ধরে উঠবস করছে ।এতে করে করে ঘরে বাহিরে,পরিবার সমাজ রাষ্ট্র সব খানে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলে উঠছে/ আগ্নেয়গিরির অগ্নুতপাতের মুখ গহ্ববরের পাড়ে দাঁড়িয়ে আছি।

"তোমরা সবাই মিলে আল্লাহর রুজ্জু মজবুতভাবে আকঁড়ে ধরো এবং দলাদলি করো না৷ আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণ রেখো৷ আলে ইমরান ১০৩

"তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যি থাকতে হবে, যারা নেকী ও সৎকর্মশীলতার দিকে আহবান জানাবে, ভালো কাজের নির্দেশ দেবে ও খারাপ কাজ থেকে বিরত রাখবে৷ যারা এ দায়িত্ব পালন করবে তারাই সফলকাম হবে" আলে ইমরান ১০৪

"এখন তোমরাই দুনিয়ায় সর্বোত্তম দল৷ তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হিদায়াত ও সংস্কার সাধনের জন্য ৷ তোমরা নেকীর হুকুম দিয়ে থাকো, দুষ্কৃতি থেকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি ঈমান আনো৷"আলে ইমরান ১১০

আমি বুঝি না , চোর ডাকাত সন্ত্রাসী রা একতা বন্ধ হয়ে একটা ধ্বংসাত্নক কর্ম করার সাহস পায় । আর আমরা কেমন মুসলমান কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত ও একজন রাসুল সাঃ আদর্শ উম্মতে মোহাম্মাদী হয়ে এক কলেমার পতাকা তলে এসে কল্যানের কাজ করতে , ইসলামের কথা বলতে ও লিখতে আমাদের এত দ্বিধাদন্দ । আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কোরান ও সুন্নাহ দিয়েছেন। তাই আল্লাহর বিধান ও রাসুল সাঃ এর সুন্নাহ মোতাবেক চলার পথ সিরাতুল মুস্তাকিমের পথ দেখার সুযোগ করে দিলেন ।

আমি কোরানের একজন কর্মী হিসাবে দাওয়াতী কাজের একটা অংশ হিসাবে বলব , তুরস্ক আমাদের শিক্ষা দিল একতাই বল ।এইটা এমন এক বল , যা নিউটনের তৃতীয় সুত্র কেও ফেল করায়ে দেয়।যা সৃষ্টি হয় ত্যাগ সবর ও সব ভেদাভেদ ভুলে ান্তরিক ভালবাসার মাধ্যমে।যারা আল্লাহ সন্তুষ্টির জন্য ফ্রেন্ড হয়ে থাকবেন তারাই তো দুনিয়া ও আখিরাতের আসল ফ্রেণ্ড । আর যারা আল্লাহর ৯৯% ভালবাসা পাবার জন্য মননশীল হব। তখন দুনিয়ারী ১% ভালবাসা আমার পিছু নিবেন। যেমন নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্টের পিছনে। না হলে দুনিয়াবি ১% পাবার জন্য পাগলপারা হলে চলে যাবে তাগুতের স্রোতে ভাসমান কচুরি ফেনা্র মত জাহান্নামের অতল গুহায়। আজ অথবা কাল ।দুনিয়াবি লোভের বন্ধুরা আসলে তারা কারো বন্ধু না।



বিষয়: বিবিধ

৫৭১০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374785
১৬ জুলাই ২০১৬ রাত ১১:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন।
একতাবদ্ধ জনতাকে কেউ পরাজিত করতে পারেনা। আল্লাহর সাহাজ্য থাকে তাদের জন্যই।
374797
১৭ জুলাই ২০১৬ রাত ০২:৩২
কুয়েত থেকে লিখেছেন : তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যি থাকতে হবে, যারা নেকী ও সৎকর্মশীলতার দিকে আহবান জানাবে, ভালো কাজের নির্দেশ দেবে ও খারাপ কাজ থেকে বিরত রাখবে৷ ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
374821
১৭ জুলাই ২০১৬ সকাল ১১:৪৩
হতভাগা লিখেছেন : এই একতাই বলের কারণে জনগনের পছন্দের সরকার আওয়ামী লীগকে শত চেষ্টা করেও বাটে ফেলতে পারছে না দেশী বিদেশী চক্রান্তকারীরা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File