কথিত বন্ধু রাষ্ট্রের উপহার। তারপর ও ভারত বাংলাদেশের সব বিষয়ে নাক গলায়।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০১ অক্টোবর, ২০১৬, ১২:৪২:২২ দুপুর



২৫ এপ্রিল ২০১৬ আওয়মীলীগের মন্ত্রী নিজেই স্বীকার করেছিলেন -

পাঁচ বছরে ১৪৬ বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয়রা।

কথিত বন্ধু রাষ্ট্রের উপহার। তার পর ও ভারত বাংলাদেশের সব বিষয়ে নাক গলায়।

২০১২ সালে ৩৪ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ২৪ জনকে বিএসএফ এবং ১০ জনকে ভারতীয় নাগরিকরা হত্যা করেছে।

২০১৩ সালে হত্যাকাণ্ডের শিকার ২৮ জনের মধ্যে ১৮ জন বিএসএফের হাতে এবং ১০ জন ভারতীয় নাগরিকদের হাতে হত্যার শিকার হয়েছেন।

২০১৪ সালে বিএসএফর হাতে ২৪ জন এবং ভারতীয় নাগরিকদের হাতে ১৬ জন মিলিয়ে মোট ৪০ জন হত্যার শিকার হন।

২০১৫ সালে ৩৯ জন হত্যার শিকার হন; যার মধ্যে ৩৮ জন বিএসএফের হাতে এবং একজন ভারতীয় নাগরিকদের হাতে হত্যার শিকার হয়েছেন।

২০১৬ সালের ১৮ এপ্রিল পর্যন্ত ৫ জন বিএসএফের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

উল্লেখ্য এই হিসাব সীমান্তে ভারতীয়দের সরাসরি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশিদের তালিকা। কিন্তু আহত অবস্থায় পরে চিকিৎসাধীন মারা গেছেন কতজন সেটা আওয়ামীলীগের মন্ত্রী উল্লেখ করেন নাই।

পাঁচ বছরে ১৪৬ বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয়রা

https://shar.es/1xKdzk

বিষয়: বিবিধ

১১৯৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378161
০১ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:০৫
মনসুর আহামেদ লিখেছেন :
378190
০২ অক্টোবর ২০১৬ সকাল ১১:৪৯
হতভাগা লিখেছেন : দেশের জনসংখ্যা নিয়ন্ত্রনে বন্ধুত্বের হাত ভারত বরাবরের মতই বাড়িয়ে থাকে।
378786
১৮ অক্টোবর ২০১৬ রাত ০১:১০
কাঁচের বালি লিখেছেন : হায়না হাসিনার খপ্পরে বাংলাদেশ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File