চেতনার ফিল্টারে গ্যাস আটকে যাচ্ছে। তাই বাংলাদেশে শীতকালে গ্যাস অনেকটা জমে যায়। নতুন বায়বীয় তথ্য।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৮ জানুয়ারি, ২০১৬, ১০:১১:২৮ রাত



জাতিকে আর কত ভুয়া তথ্য দিয়ে চেতনার ফেরিয়ালার বানিজ্য করবে।

শেখ হাসিনা পুত্রের আজগুবি তথ্যের পর এবার হাসিনা নিজেই জাতিকে তথ্য দিলেন।

মাইনাস (- ৪ থেকে - ১০ থেকে ১৮/২৪ পর্যন্ত আবহাওয়ার লাইনের ভিতরে কেমনে শীতকালে গ্যাস যায় তাহলে ?

বাংলাদেশে প্রবল তোষার পাত হয়না , বরফাচ্ছন্ন হয়না। বাংলাদেশের গ্যাস সাপ্লাই লাইন গুলো বরফের মধ্যে থাকে না। তার পর কি করে ‘শীতকালে গ্যাস অনেকটা জমে যায়, ফ্লোও (প্রবাহ) কমে যায়’ ? চেতনার মিথ্যাচার আর কত ?

জাতীয় সংসদে ৫ জানুয়ারির এমপিদের নাচ গানের আসরের পর কি হচ্ছে



পড়ে দেখুন


‘শীতকালে গ্যাস অনেকটা জমে যায়, ফ্লোও (প্রবাহ) কমে যায়’- এ কারণে বাংলাদেশে চলমান গ্যাস সঙ্কট তৈরি হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদ ভবনে দশম সংসদের নবম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রামের সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের উত্তরে সংসদে শেখ হাসিনা বলেছেন, ‘সাধারণত শীতকালে গ্যাস অনেকটা জমে যায়, ফ্লোটাও কমে যায়। সে জন্য শীতকালে গ্যাসের সমস্যাটা দেখা যায়।

বিষয়: বিবিধ

১৪২০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357912
২৮ জানুয়ারি ২০১৬ রাত ১০:২২
নূর আল আমিন লিখেছেন : শেখ হাসিনা বিজ্ঞানী! এইটা মানতেই হপে না মানলে পাকিস্তানে যান গা
২৮ জানুয়ারি ২০১৬ রাত ১০:৩১
296981
মাহফুজ মুহন লিখেছেন : আমি নিজেও চাকুরীর কারণে গিয়েছিলাম সাবেক রাশিয়ার কয়েকটি দেশে , সাইবেরিয়াতে , কিন্তু এমন কাহিনী দেখিনি। কিন্তু বাংলাদেশের চেতনার ফিল্টারে দেখি গ্যাস আটকে যায়। তামাশা দেখুক জাতি। এমন বায়বীয় কাহিনী দিয়ে দেশের মানুষকে বোকা বানাচ্ছে আওয়ামী বাম চেতনার ফেরিয়ালারা।
357914
২৮ জানুয়ারি ২০১৬ রাত ১০:৫৯
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : থিওরী ফ্রোম ড. হাসিনা অব বাংলাদেশ!
357915
২৮ জানুয়ারি ২০১৬ রাত ১১:১৮
আফরা লিখেছেন : জী উনি তো ঠিক ই বলেছেন এই যে দেখেন আমাদের এখানে ও সমুদ্রের পানি ও জমে যাচ্ছে ফেব্রুয়ারীতে আরো হবে তখন এখানে সাইকেল চালানো যাবে ।


কিন্তু সমস্যা হল ঘরের ভিতর গ্যাস তো ঠিকই আছে । গ্যাস না থাকলে হিটার গরম হত না আমি ও জমে যেতাম । Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
৩০ জানুয়ারি ২০১৬ রাত ০৯:৩৭
297090
মাহফুজ মুহন লিখেছেন : বাংলাদেশে প্রবল তোষার পাত হয়না , বরফাচ্ছন্ন হয়না। বাংলাদেশের গ্যাস সাপ্লাই লাইন গুলো বরফের মধ্যে থাকে না। তার পর কি করে ‘শীতকালে গ্যাস অনেকটা জমে যায়, ফ্লোও (প্রবাহ) কমে যায়’ --তথ্য দিয়ে চেতনা
357937
২৯ জানুয়ারি ২০১৬ সকাল ০৫:৩৬
শেখের পোলা লিখেছেন : তথ্যবাবা তো এই পেঠ থেকেই তথ্য নিয়ে এসেছে৷ ওটি তথ্য ভাণ্ডার৷ উপায়কি,বিশ্বাস করতেই হবে৷
৩০ জানুয়ারি ২০১৬ রাত ০৯:৩৮
297091
মাহফুজ মুহন লিখেছেন : চেতনা তথ্য ভাণ্ডার৷
357939
২৯ জানুয়ারি ২০১৬ সকাল ০৭:২৩
এনাম বিন আব্দুল হাই লিখেছেন : যেই দেশে কলাপসিবল গেট নাড়াচাড়া করলে বিল্ডিং ধ্বসের ঘটনা ঘটে, সেই দেশে শীতকালে গ্যাস জমতেই পারে। এখন চলুন সকলে মিলে দোয়া করি, অক্সিজেন জমে যাওয়ার তথ্য যেন কেউ আর না দেয়।
৩০ জানুয়ারি ২০১৬ রাত ০৯:৩৮
297092
মাহফুজ মুহন লিখেছেন : অক্সিজেন জমে যাওয়ার তথ্য ??হবেPraying
358345
০৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:৫৫
কাঁচের বালি লিখেছেন : নতুন তত্ব আবিষ্কারের হাসিনাকে নোবেল দেওয়া হোক ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File