মুক্তিযোদ্ধের চেতনার বিরোদ্ধে প্রতিবাদী চিঠি

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ৩০ মার্চ, ২০১৪, ০৩:০৪:০২ দুপুর



বাংলাদেশে মুক্তিযোদ্ধের চেতনার বিরোদ্ধে প্রথম কাজটি করেন শেখ মজিবুর রহমান।

জনগনের অধিকার হরণ করে একদলীয় বাকশাল গঠন করেন।

মুক্তিযোদ্ধের চেতনার কোথাও উল্লেখ ছিল না , দেশ স্বাধীন হলে একনেতা , একদেশ , একদল বাকশাল হবে। আর সেই বাকশালের বিরোদ্ধে চিঠি লিখেন মুক্তি যোদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানী।







প্রিয় শেখ মুজিবুর রহমান ,

১৯৭৫ সালের ১৯ শে জানুয়ারী অনুষ্ঠিত আওয়ামীলীগের পার্লামেন্টারী সভার পর আমার মৌখিক বক্তব্যের সমর্থনে এই চিঠি লিখছি।

আপনি অবগত আছেন , উক্ত সভায় নিম্ন লিখিত কারণে সংবিধানের আমূল পরিবর্তনের জন্য গৃহিত সংশোধনের পক্ষে আমি ভোট প্রদান করিনি।

(ক ) তা করলে আমি বিশ্বাস ও বিবেকের বিরদ্ধে কাজ করতাম

(খ ) এই সংশোধনের অর্থ হলো জনগনের কাছে প্রদত্ত আমাদের দীর্ঘ দিনের

প্রতিশ্রুতি র বরখেলাপ করা। এবং বস্তুত জনগণ ১৯৭৩ সালের মার্চে র সাধারণ নির্বাচনের মাধ্যমে যে শাসন তন্ত্রের বিষয় বস্তু অনুমোধন করেছে তার সাথে প্রতারণা করা।

(গ ) উপরিউক্ত কারণ সমূহের জন্য আগামী ২৫ জানুয়ারী ১৯৭৫ এই সংশোধনী প্রস্তাব জাতীয় সংসদে উত্তাপিত হলে আমি তাতে সম্মতি প্রদানে অক্ষম। সংসদে দলীয় সিদ্ধান্তের বিরদ্ধে ভোট দিয়ে একটা অপ্রীতিকর দৃশ্যের অবতারণা এড়ানোর জন্যেই আমি বিনয়ের সাথে একযোগে সংসদ সদস্য ও দলীয় পদ থেকে পদতাগ করছি।

বিষয়: বিবিধ

২০১০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200364
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৫:২১
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : জানলাম । ধন্যবাদ ।
৩০ মার্চ ২০১৪ রাত ১০:০১
150263
মাহফুজ মুহন লিখেছেন : ধন্যবাদ ।
200437
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আওয়ামি লিগ এর ২৯৩ জন সংসদ সদস্যের মধ্যে মাত্র দুইজন প্রকাশ্যে এই কাজের প্রতিবাদ করেছিলেন। জেনারেল ওসমানি কে সেজন্যই এখন ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে।
৩০ মার্চ ২০১৪ রাত ১০:০২
150265
মাহফুজ মুহন লিখেছেন : এক নেতা ছাড়া এমন ইতিহাস ,
200511
৩০ মার্চ ২০১৪ রাত ১০:৪২
মুক্ত কন্ঠ লিখেছেন : ভালো লাগলো। অনেক ধন্যবাদ।।
৩১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১২
150618
মাহফুজ মুহন লিখেছেন : আজ মুক্তিযোদ্ধের সর্বাধিনায়কের নাম মুখে এরা আনে না , শুধু চেতনার বানিজ্য করে। ইতিহাসকে প্রচার করতে হবে। ধন্যবাদ।।
200559
৩১ মার্চ ২০১৪ রাত ০১:১৩
কাঁচের বালি লিখেছেন : বঙ্গবীর এম এ জি ওসমানী এর কথা কখনও আওয়ামীলীগের মুখে শোনা যায় কেন ? তার প্রমাণ এটাই আজকে জানলাম আপনার প্রকাশিত ইতিহাসের মাধ্যমে । Thinking Thinking
৩১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১০
150617
মাহফুজ মুহন লিখেছেন : বাকশাল ব্যবস্থায় দলের চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান সর্বক্ষমতার অধিকারী। মুক্তি যুদ্ধের পর পরই গনতন্ত্র কে হত্যা করা হয় , বাকশাল গঠন করে। বঙ্গবীর এম এ জি ওসমানী জাতির সাথে প্রতারণা করেন নাই। তাই প্রতিবাদ করে নিজের অবস্থান জানান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File