কবে খুলবে অন্ধ আবেগী পর্দা

লিখেছেন লিখেছেন কথার কথা ২৭ অক্টোবর, ২০১৩, ০১:৪০:৫৯ রাত

প্রতি পাঁচ বছর পর পর ক্ষমতার পালাবদল ঘটে।এ জোট তো ঐ মহাজোট।সাধারণ জনতার ভাগ্যের কোন পরিবর্তন ঘটেনা।গরীব গরীবই থাকে।ধনী ধনীই হয়।পরিবর্তন ঘটে নেতা নেত্রীদের।ক্ষমতায় গেলে নাদুস নুদুস হওয়া আর বিরোধী দলে গেলে জীর্ণ শীর্ণ হওয়া।এইতো।

বলুনতো গত পাঁচ বছর বা তার আগের সরকারের পাঁচ বছরে কতজন নেতা (পাতি হোক আর বড় হোক ) মিছিলে মারা গেছে অথবা পিকেটিং করতে গিয়ে পুলিশের গুলি খেয়েছে?ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা।বলতে পারবেন না।কেউ না।হিসেব শুধু কার দলের কয়জন খুন হয়েছে।অন্ধ আবেগে পড়ে, দলের মোহে পড়ে অথবা নেতাদের মোটিভেশনে প্রাণ হারিয়েছে সাধারণ জনতা।মন্ত্রীত্ব এমপিত্ব বড় বড় পদ পদবী যারা পায় সাধারণ জনতার খুনের উপর পা দিয়ে শপথ পড়ে অথচ ক্ষমতায় গেলে তাদের কথা বেমালুম ভুলে যায়।

হায়রে আমার দেশের আম জনতা।কবে খুলবে চোখের আবেগী পর্দা।আদৌ খোলার কোন লক্ষণই নেই।বলতে পারবেন গত দু সরকারের কয়জন এম পি মন্ত্রী মাঠে ময়দানে মার খেয়েছে?শরীরের ঘাম ঝরিয়েছে? জানি পারবেন না ।এ হিসেব কেউ রাখেনা। মজার বিষয় হলো প্রথম সারির অনেক নেতাই মাঠে ময়দান থেকে উঠে এসেছে অথচ ক্ষমতার স্বাদ অনেকেই পায়নি,কারণ তারা দলীয় প্রধানের পা চাটা কুত্তার ভূমিকা পালন করতে পারেনা।তাদের আত্ব মর্যাদা বলে একটা জিনিস থাকে।

বর্তমান সরকারের কজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিষয়ে কুইজ দিয়ে শেষ করছি।

কে ক্ষমতাবান তোফায়েল নাকি হানিফ? মখা নাকি আমু?

ছোট আইনমন্ত্রী নাকি নাসিম?

বিষয়: রাজনীতি

৯৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File